ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগ্নেয়গিরির ভস্মে স্থবির ম্যানিলা, বিমান চলাচল স্থগিত

প্রকাশিত: ০৯:১১, ১৫ জানুয়ারি ২০২০

আগ্নেয়গিরির ভস্মে স্থবির ম্যানিলা, বিমান চলাচল স্থগিত

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার কাছে আগ্নেয়গিরি থেকে অব্যাহত ভস্ম উদ্গিরণের ফলে সোমবার বিমান ওঠানামা ও অন্যান্য ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। খবর নিক্কেই এশিয়া অনলাইনের। প্রচুর মাত্রায় ভস্ম উদ্গিরণের ফলে শহরটির প্রধান প্রধান কলকারখানা, বিপণী বিতান, ব্যবসা কেন্দ্র, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ করে দেয়া হয়। শ শ ফ্লাইট বাতিল করা হয়। ম্যানিলার এক শ’ কিলোমিটার দূরের তাল আগ্নেয়গিরি থেকে এই ভস্ম উদ্গিরণ হচ্ছে। আরও অত্যাধিক মাত্রায় ভস্ম উদ্গিরণের আশঙ্কা করা হচ্ছে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। ফলে শহরটির শত শত লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। রাস্তায় ছাইয়ের স্তুপ জমে গেছে। সোমবার সকাল থেকে তাল আগ্নেয়গিরি থেকে লাভাও বের হতে থাকে। ফলে শহরটির গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ছাইয়ে ঢেকে যায়। দেশটির সরকার জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৭৫ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে আরও মানুষকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে। অনেক শিল্প প্রতিষ্ঠান তাদের কর্মীদের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়েছে।
×