ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিযোগ এলিজাবেথের, অস্বীকার স্যান্ডার্সের

‘নারীর পক্ষে হোয়াইট হাউসে আসা সম্ভব না’

প্রকাশিত: ০৯:০৯, ১৫ জানুয়ারি ২০২০

‘নারীর পক্ষে হোয়াইট হাউসে আসা সম্ভব না’

কোন নারীর পক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে হোয়াইট হাউসে প্রবেশ করা সম্ভব নয়। সোমবার রাতে বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন। তিনি জানান, চলতি বছর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স ২০১৮ সালে ওয়াশিংটন ডিসিতে ব্যক্তিগত এক সাক্ষাতে তাকে ওই কথাটি বলেছিলেন। স্যান্ডার্সের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের পর ওয়ারেন বলেন, ‘আমি বিশ্বাস করি, একজন নারী অবশ্যই বিজয়ী হতে পারেন।’ খবর সিএনএন ও এপির। এদিকে দীর্ঘদিনের এই বন্ধুদ্বয় এটি অবশ্য জানেন যে, তারা শীঘ্রই একে অপরের রানিং মেট হতে চলছেন। পাশাপাশি এই উভয় প্রতিদ্বন্দ্বী একটি বিষয়ে একমত যে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তারা যদি একে অপরকে একাধিকবার মোকাবেলা করেন তাহলে তাদের পরস্পর পরস্পরকে আক্রমণ করা বন্ধ করতে হবে। ওয়ারেন ও স্যান্ডার্স সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনার বিষয়গুলোও নিয়েও আলোচনা করেছেন। ওয়ারেন জানান, দুইটি প্রধান কারণে তিনি বিশ্বাস করেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে একজন শক্তিশালী প্রার্থী হতে পারেন। এর একটি হলো, তিনি অর্থনীতি নিয়ে বলিষ্ঠ যুক্তিতর্ক করতে পারেন এবং দ্বিতীয়টি হলো, তিনি নারী ভোটারদের নির্বাচনের দিকে ব্যাপকভাবে আগ্রহী করে তুলতে পারবেন। অপরদিকে, বৈঠকটি শেষ হওয়ার পর এক বিবৃতিতে ওয়ারেন বলেন, আমি ভেবেছিলাম, একজন নারী বিজয়ী হতে পারেন, কিন্তু স্যান্ডার্স বিষয়টিতে একমত পোষণ করেন না। অন্যদিকে, স্যান্ডার্স ওয়ারেনের আনীত অভিযোগ অস্বীকার করেছেন। বিবৃতিতে ওয়ারেন জানান, তিনি ও স্যান্ডার্সের মধ্যে মিলের চেয়ে অমিলটাই বেশি। তিনি বলেন, ‘আমি আজ এই প্রতিযোগিতায় নেমেছি এটা বলতে যে, ট্রাম্প আমলে আমার দেশের কি ক্ষতি হয়েছে ও কিভাবে এই ক্ষতিপূরণ করা হবে এবং আমি এই কাজটি করা অব্যাহত রাখব।’ তিনি আরও বলেন, ‘আমি জানি, স্যান্ডার্সও এই একই কারণে নির্বাচনের মাঠে নেমেছেন। আমাদের এই দুই জনের দীর্ঘদিনের বন্ধুত্ব ও জোট সুদীর্ঘ সময়ের লড়াইয়ের জন্য। আমার এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, আমরা দুজন ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করতে পারব না এবং আমরা সরকার গঠন করে জনগণের পাশে থাকব না। স্যান্ডার্স ওয়ারেনের জবাবে জানান যে, তিনি এটি বলেন নি যে, ওয়ারেন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে পারবেন না। স্যান্ডার্সের সিনিয়র উপদেষ্টা জেফ ওয়েভার সোমবার রাতেই সিএনএনকে বলেন, ‘ওই আলোচনার বিষয়ে কিছুটা ভুল হচ্ছে।’
×