ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৬ শতাংশে আমানত পেলেই ৯ শতাংশে ঋণ বিতরণ

প্রকাশিত: ০৭:৩২, ১৪ জানুয়ারি ২০২০

৬ শতাংশে আমানত পেলেই ৯ শতাংশে ঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৬ শতাংশের নিচে আমানত পেলেই ৯ শতাংশ ঋণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন ব্যাংকাররা। দুইটি একে-অপরের উপর নির্ভরশীল। সল্প সুদে আমানত না পেলে সিঙ্গেল ডিজিটে ঋণ বিতরণ সম্ভব নয়। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণের ক্ষেত্রে ডাবল ডিজিটের সুপারিশ নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সভা শেষে এসব কথা জানিয়েছেন মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি জানান, এসএমই খাতকে সিঙ্গেল ডিজিট এর ভিতরে না নিয়ে আসার সুপারিশ করেছিল ব্যাংকাররা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সুপারিশ নাকচ করে দেওয়া হয়েছে। কারণ এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। মুখপাত্র আরো জানান বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই নাজুক। সেখান থেকে ব্যাংকগুলোর আমানত একসঙ্গে উঠিয়ে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ভুয়া ঋণ বন্ধে জামানত সংরক্ষণের ব্যাপারে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) এর নতুন চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, আজকের সবাই আমাদের কোনো দাবি ছিল না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকিং খাতের কিছু চ্যালেঞ্জ গুলো তুলে ধরেছি। গবর্নর জানিয়েছেন সার্কুলারের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তিনি আরো বলেন, ব্যাংকিং খাতের জন্য ৯/৬ খুবই জরুরী। তবে এক্ষেত্রে স্বল্প সুদে আমানত এর বিষয়টি সরাসরি সম্পর্কিত। ঋণ অবলোপনের বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বাংলাদেশ ব্যাংক। গত দেড় বছরে ৯/৬ সুদহার বাস্তবায়ন সম্ভব হয়নি কেন এমন প্রশ্নের জবাবে আলী রেজা ইফতেখার জানান, গত দেড় বছরে আমাদের বিফলতা প্রমাণ হয়নি। বাজারের চাহিদাই ছিল এরকম। ২ শতাংশে ঋণ পুনঃতফসিলের বিষয়ে আলী রেজা ইফতেখার বলেন, এই কার্যক্রমটি পুরোপুরি ব্যাংকার ও কাস্টোমার সম্পর্কের ভিত্তিতে আগাচ্ছে। ২ শতাংশে ঋণ পুনঃতফসিল করবে কিনা সেটা পুরোপুরি ব্যাংকের ব্যাপার। এখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই।
×