ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এজতেমা মাঠের ময়লা পানি নিষ্কাশন সম্পন্ন, সিটি কর্পোরেশনের ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ০৭:২০, ১৪ জানুয়ারি ২০২০

এজতেমা মাঠের ময়লা পানি নিষ্কাশন সম্পন্ন, সিটি কর্পোরেশনের ব্যাপক প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ ময়লা আবর্জনার পানিতে সয়লাব হওয়া এজতেমা ময়দানে জমে থাকা পানি গত দু'দিন ধরে মেশিন দিয়ে সেঁচে অপসারণ করা হয়েছে। এজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে পানিতে ভেজা মাঠ শুকনো করতে এখন বালু ভরাটের কাজ চলছে। একই সঙ্গে চলছে মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও। রবিবার আখেরী মোনাজাতের পর পর সুয়ারেজ লাইন ব্লক হয়ে এজতেমা ময়দানে হাঁটু পানি জমে গেলে দুর্ভোগে পড়েন হাজারো মুসল্লী। প্রথমে ধারনা করা হয়েছিল, প্রথম পক্ষের যোবায়ের অনুসারী মুসল্লীরা এ কাজ করেছিলেন কিন্তু বাস্তবে দেখা যায়, পয়ঃনিষ্কাশন লাইন ব্লক হয়ে ময়লা পানি উপচে মাঠ সয়লাব হয়। দমকল বাহিনী ও সিটি কর্পোরেশনের কর্মীরা রাতদিন চেষ্টা করে এখন তা নিয়ন্ত্রণে এনেছেন। গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম মাঠ পরিদর্শেেন এসে জনকণ্ঠকে জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে আগামী শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বের এজতেমা আয়োজনেও থাকছে প্রথম পর্বের সকল সুবিধাদি। মেয়র জাহাঙ্গীর আলম আরো জানান, মাঠটি শুকাতে ৫শ’ ট্রাক বালু ফেলা হচ্ছে। দ্বিতীয় পর্বের মুসল্লীদের সুবিধার্থে পুরো মাঠে ও এর আশপাশে ৮শ’ ড্রাম ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। পানিতে ভিজে যাওয়া মাঠটিতে এখন বালু ছিটিয়ে দেয়া হচ্ছে যাতে মাঠটি দ্রুত শুকিয়ে যায়। মাঠের ময়লা আবর্জনা পরিষ্কারে ২৯ টি বর্জ্য টানা গাড়িসহ আড়াইশ' পরিচ্ছন্ন কর্মী নামানো হয়েছে এজতেমা ময়দান ও এর আশপাশে নতুনভাবেএজতেমা ময়দান সাজাতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। যোবায়ের পন্হী আলেমী গ্রুপের প্রথম পর্বের এজতেমা শেষে ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার থেকে আবার টঙ্গী তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের ৩ দিনব্যাপী সা'দ পন্হীদের বিশ্ব এজতেমা।
×