ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ ভারত যাচ্ছেন সালমারা

প্রকাশিত: ১২:০৬, ১৪ জানুয়ারি ২০২০

আজ ভারত যাচ্ছেন সালমারা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের পাটনায় আগামী ১৬ জানুয়ারি শুরু হবে চার দলের মহিলা টি২০ ক্রিকেট সিরিজ। এই আসরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল অংশ নেয়ার জন্য আজ বিকেলে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। সালমা খাতুনের নেতৃত্বে ১৮ সদস্যের বাংলাদেশ মহিলা টি২০ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আসরে অংশগ্রহণকারী বাকি তিনটি দল হচ্ছেÑ ভারত মহিলা ‘এ’ ক্রিকেট দল, ভারত মহিলা ‘বি’ ক্রিকেট দল ও থাইল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল। সালমাদের প্রতিপক্ষ ১৬ জানুয়ারি ভারত ‘এ’, ১৮ জানুয়ারি ভারত ‘বি’ এবং ২০ জানুয়ারি থাইল্যান্ড। আগামী ২২ জানুয়ারি সিরিজের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সব খেলা পাটনায় অনুষ্ঠিত হবে। একই দিনে দু’টি করে ম্যাচ, প্রথম ম্যাচ সকাল ১০টায় এবং দ্বিতীয় ম্যাচ বেলা ২টায় শুরু হবে। বাংলাদেশের সব ম্যাচ সকাল ১০টায় আর ফাইনাল হবে বেলা ২টায়। ভারত সফরে বাংলাদেশ মহিলা টি২০ ক্রিকেট দল ॥ সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান শুকতারা, মুরশিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), ফারজানা হক পিঙ্কি, লতা ম-ল, মোছাঃ রিতু মনি, শায়লা শারমিন, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, রাবেয়া ও শোভানা মোস্তারী। ২০ দল নিয়ে হবে টি২০ বিশ্বকাপ! স্পোর্টস রিপোর্টার ॥ এমনিতে দুই বছর পর পর টি২০ বিশ্বকাপের আসর বসে। তবে ২০১৬ সালের পর ২০১৮ সালে সেটা হয়নি। সেই বিরতি পুষিয়ে নিতে টানা দুই বছর দুটি বিশ্বকাপ হতে যাচ্ছে। এ বছর (২০২০) অস্ট্রেলিয়ায়, ২০২১ সালে ভারতে। এরপর টি২০ বিশ্বকাপ হবে ২০২৪ সালে। ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর, সেটি থেকেই ২০ দলের বিশ্বকাপ করার পরিকল্পনা আইসিসির। আইসিসি মনে করছে টি২০ ফরমেটটাই এই খেলাটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার সেরা মাধ্যম। এই ফরমেটের মাধ্যমেই ক্রিকেটকে ফুটবল, বাস্কেটবলের মতো জনপ্রিয় করে তোলা সম্ভব। টুর্নামেন্টে দল বাড়লে সুযোগ মিলতে পারে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, নেপাল, নাইজিরিয়ার মতো দেশ। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে কয়েকটি টি২০ সিরিজে আয়োজন করেছে।
×