ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাড়ে তিন বছর পর ডিজে ব্রাভো

প্রকাশিত: ১২:০৫, ১৪ জানুয়ারি ২০২০

সাড়ে তিন বছর পর ডিজে ব্রাভো

স্পোর্টস রিপোর্টার ॥ ডোয়াইন ব্রাভো। আধুনিক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের শেষ স্বীকৃত তারকাদের অন্যতম। নাচে-গানে মাতিয়ে রাখার জন্য যাকে ডিজে ব্রাভো বলেও ডাক হয়। বোর্ডের সঙ্গে সম্পর্কটা ভাল যাচ্ছিল না। দলে ব্রাত্য হয়ে পড়ায় ক্ষোভে-দুঃখে অবসরের ঘোষণা দিয়েছিলেন। ক্যারিবিয়ান ক্রিকেটের আভ্যন্তরে পরিবর্তন আসায় সম্প্রতি ফেরার আশা ব্যক্ত করা ব্রাভো দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর টি২০ স্কোয়াডে জায়গা করে নিলেন। ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ডাক পেয়েছেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। যিনি সর্বশেষ দেশের হয়ে মাঠে নেমেছিলেন ২০১৬ সালের সেপ্টেম্বরে, পাকিস্তানের বিপক্ষে। ২০১৮ সালের অক্টোবরে অবসরের ঘোষণা দেয়া ব্রাভো গত ওয়ানডে বিশ্বকাপেও রিজার্ভ দলের সদস্য ছিলেন। তবে বলেছিলেন, শুধু টি২০ই খেলবেন। নতুন করে ডাক পাওয়ায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনাও তৈরি হলো। ডাক পাওয়ার পর ব্রাভোর প্রতিক্রিয়া, ‘সুযোগ পেলে এই অঞ্চলকে টি২০-তে আবারও প্রতিনিধিত্ব করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব। চারপাশে তরুণ প্রতিভা থাকায় আমার মনে হয় এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ও ভক্তদের জন্য রোমাঞ্চকর হবে।’ ক্যারিবীয়দের হয়ে ৬৬ টি২০তে ৫২ উইকেট নেয়ার পাশাপাশি সংগ্রহে আছে ১ হাজার ১৪২ রান। আইরিশদের সঙ্গে তিন ম্যাচের টি২০ শুরু বুধবার। কাইরন পোলার্ডের নেতৃত্বে এর আগে সফরকারীদের সমান তিন ম্যাচের ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ। গ্রানাডায় পরশু শেষ ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে স্বাগতিকদের ৫ উইকেটের বড় জয় এনে দেন এভিন লুইস (১০২)। ওয়েস্ট ইন্ডিজ দল ॥ কাইরন পোলার্ড (অধিনায়ক), ডোইয়ান ব্রাভো, শেলডন কটেরেল, শিমরন হেটমেয়ার, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, খ্যারি পিয়েরে, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, শেফানে রাদারফোর্ড, লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
×