ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুম্বাইয়ে প্রথম ওয়ানডে আজ

ভারত-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ দ্বৈরথ

প্রকাশিত: ১২:০৫, ১৪ জানুয়ারি ২০২০

ভারত-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ দ্বৈরথ

স্পোর্টস রিপোর্টার ॥ মুম্বাইয়ে আজ প্রথম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ওয়ানডের ‘হাইভোল্টেজ’ সিরিজ। ঘরের মাটিতে বিরাট কোহলির দল অনেকটা অপ্রতিরোধ্য। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে তারা। তবে এই দলগুলোর সঙ্গে যে অজিদের তুলনা চলে না, তাদের সাম্প্রতিক পারফর্মেন্সই সেটি প্রমাণ করে। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও এ্যাশেজ হয়ে ঘরের মাটিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে এসেছে অস্ট্রেলিয়া। তার ওপর গত বছর এই ভারতে এসে ভারতকে হারিয়ে দিয়েছিল এ্যারন ফিঞ্চের দল। তাও আবার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো তুখোড় দুই পারফর্মারকে ছাড়াই। সেই স্মৃতি সফরকারীদের আত্মবিশ্বাসী করছে। অন্যদিকে উড়তে থাকা কোহলিও সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মার মতো ওপেনারের বিশ্রাম সত্ত্বেও দলকে সেটি টের পেতে দেননি লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। ভারত অধিনায়ক জানিয়েছেন, হিটম্যানকে রোহিতকে জায়গা করে দিতে প্রয়োজনে ব্যাটিং অর্ডারে তিনি নিজে নিচে নেমে যাবেন। কোহলি বলেন, ‘ফর্মে থাকা ক্রিকেটার দলের জন্য সবসময়ই মূল্যবান। সেরাদের আগে দলে নিতে হয়, তারপর দেখতে হয় কম্বিনেশন কী হতে চলেছে। তাই হয়ত তিন ওপেনারকেই খেলানোর সম্ভাবনা রয়েছে।’ তাহলে কি নিচে নেমে যাচ্ছেন অধিনায়ক? ‘হ্যাঁ সেটা হওয়ার সম্ভাবনা আছে। আমি তেমন করলেই খুশি হব। কোথায় ব্যাট করব, সেই জায়গাটা আঁকড়ে থাকতে রাজি নই। আমি কখনও এ নিয়ে অনিশ্চয়তাতেও ভুগি না।’ বিশ্বকাপের ঠিক আগে, গত বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে দুই ম্যাচের টি২০তে প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করার পর পাঁচ ওয়ানডের সিরিজটা অস্ট্রেলিয়া জিতেছিল ৩-২ ব্যবধানে। তাও আবার নিষেধাজ্ঞার কারণে ওই সফরে ছিলেন না বড় দুই তারকা স্মিথ ও ওয়ার্নার, ‘বেশিরভাগ দলই ঘরের মাঠে খেলতে পছন্দ করে। আমরা কিন্তু বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে সিরিজ জিতে ফিরতে ভালবাসি। ২০১৯Ñএ ভারত থেকে ওয়ানডে সিরিজ জিতে ফিরেছিলাম। সেটাই বড় প্রেরণা। মুম্বাইয়ে প্রথম ম্যাচে শুরুটা অবশ্যই ভাল করতে হবে।’ ঘরের মাটিতে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ভারত হারিয়েছে তাদের নিয়মিত অনেক ক্রিকেটারকে ছাড়াই। পুরোপুরি ফিট জাসপ্রিত বুমরাহ এবার দলে ফিরেছেন। তুখোড় এই পেসারকে নিয়ে অবশ্য বেশি ভাবতে চান না রঙ্গিন পোশাকের অধিনায়ক ফিঞ্চ, ‘বুমরাহকে যত খেলবে, ততই ওর বিস্ময় ফাঁস হবে। সবার ক্ষেত্রেই সেটা হয়ে এসেছে। তাই ওর বিরুদ্ধে অতিরিক্ত সতর্ক হওয়ার কোন প্রয়োজন নেই। নিঃসন্দেহে সে অসাধারণ বোলার। কিন্তু আমরা বিশেষ করে কাউকে নিয়ে নয় কেবল নিজেদের ক্ষমতা নিয়ে ভাবছি। সব রকমের চ্যালেঞ্জ নিতে তৈরি।’ সিরিজে এলে জমবে লড়াই বুমরাহ, কোহলি, রোহিত, স্মিথ, ওয়ার্নার ও প্যাট কামিন্সদের মধ্যে। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারত দ্বিতীয় এবং অস্ট্রেলিয়া চতুর্থ স্থানে। শীর্ষে অস্ট্রেলিয়া, তিনে নিউজিল্যান্ড। ১৯৮০ থেকে ২০১৯ পর্যন্ত মুখোমুখি ১৩৭ ওয়ানডের ৭৭টিতে জিতে এগিয়ে অস্ট্রেলিয়া। ভারতের জয় ৫০, পরিত্যক্ত ১০। ১৭ ও ১৯ জানুয়ারি পরের দুটি ওয়ানডে যথাক্রমে রাজকোট ও বেঙ্গালুরুতে।
×