ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে নতুন মোড়!

দুবাইয়ে পিসিবি-বিসিবি জরুরী বৈঠক

প্রকাশিত: ১২:০৪, ১৪ জানুয়ারি ২০২০

দুবাইয়ে পিসিবি-বিসিবি জরুরী বৈঠক

শাকিল আহমেদ মিরাজ ॥ বাংলাদেশ ক্রিকেট দলের বহুল আলোচিত পাকিস্তান সফর এবং এ সংক্রান্ত সংবাদের প্লটটা যেন রবীন্দ্রনাথের ছোট গল্প, শেষ হইয়াও হইলো না শেষ! রবিবার ম্যারাথন এক বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান জানিয়ে দেন, আপাতত সংক্ষিপ্ত সফরের বাইরে সরকারের নিরাপত্তা বিভাগ থেকে কোন সবুজ সঙ্কেত নেই। সুতরাং এই মুহূর্তে পাকিস্তানে গিয়ে টি২০’র বেশি আর কিছু খেলা সম্ভব নয়। বিসিবি বস অবশ্য এও জানান আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের আমন্ত্রনে দুবাইয়ে সংস্থাটির গবর্নেন্স রিভিউ কমিটির সভায় যাচ্ছেন (সোমবার) তিনি। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ না খেলার কারণে ঠিক কি অবস্থা তৈরি হতে পারে, মূলত সে বিষয়ে আলাপ করাই মূল উদ্দেশ্যে। তাতে বাড়তি মাত্রা যোগ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতি। পিসিবি বিবৃতিতে জানিয়েছে, উদ্ভুত পরিস্থিতিতে আলোচার জন্য আইসিসির নির্ধারিত সভা শেষে একই দিনে নাজমুল হাসানের সঙ্গে আলাদা করে বসবেন বিসিবি প্রেসিডেন্ট এহসান মানি। পরশু সংবাদ মাধ্যমকে নাজমুল হাসান বলেন, ‘আমি আগামীকাল (সোমবার) দুবাই যাচ্ছি, আইসিসিতে। আমি দেখতে চাই আসলে কি ঘটছে। পরশুদিন (আজ) ইনশাআল্লাহ ব্যাক করব। এলে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর আসছেন, তিনি আগেই আমাকে বলে রেখেছেন সময় হলে আমিও যেন একদিন উনার সঙ্গে দেখা করে আসি। পাকিস্তান সফর নিয়ে আলোচনা হতে পারে, সেটা না হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে না গেলে কি কি হতে পারে, তা জানার চেষ্টা করব।’ তার ওই বক্তব্যের পর গতকালই রীতিমতো বিবৃতি দিয়ে বিসিবি প্রধানের সঙ্গে আলোচনার কথা জানায় পিসিবি। নিরাপত্তা ইস্যুতে এই মুহূর্তে কিছুতেই পাকিস্তানে লম্বা সময়ের জন্য যেতে রাজি নয় বাংলাদেশ। ফলে সূচীতে থাকা কেবল তিন ম্যাচের টি২০’র পক্ষে বিসিবি। অন্যদিকে পাকিস্তান চাইছে বাংলাদেশ টেস্ট খেলে আসুক আগে, টি২০ পরে খেললেও সমস্যা নেই তাদের। এদিকে টেস্ট দুটি আবার চ্যাম্পিয়নশিপের অংশ, আর এ কারণেই টেস্ট খেলতে না গেলে বাংলাদেশকে পড়তে হতে পারে ক্ষতির মুখে। যদিও বিসিবি এখনও জানেই না কি ধরনের ক্ষতির সম্মুখীন হবে তারা। তাইতো আইসিসি সভাপতির সঙ্গে দেখা করতে গেছেন নাজমুল হাসান। বিসিবি প্রধান বলেন, ‘এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ, টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি আমরা না যাই তাহলে কি হবে সেটা কিন্তু আমরা এখনও জানি না। এই ব্যাপারটা কিন্তু আমরা এখনও যদি বলেন আন্দাজ করতে পারি কি কি হতে পারে কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না এতে এলে কি হবে। সুতরাং এটাও জানা দরকার, এটা তো আইসিসির টুর্নামেন্টের অংশ। এটা তো আমাদের দেশেও হতে পারে, তো তখন কি হবে, এটা একটা ইস্যু।’ বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে জলঘোলা অল্পদিনের নয়, তবুও এতদিনে বিষয়টি পরিষ্কার হতে না পারার কারণ জানতে চাইলে তিনি যোগ করেন, ‘শোনেন এটা আইসিসি কি বলবে আপনিই বলেন? এখানে কেউ আর বলবে না, আইসিসি বোর্ড মিটিংয়ে না গেলে কেউ এই সিদ্ধান্ত দেবে না। এটা এত সহজ বিষয় নয়। এখানে অনেক বিষয় জড়িত। এমন তো নয় যে, আমি আইসিসির লিগ্যাল অফিসারকে ফোন করলাম সে একটা উত্তর দিয়ে দিল। এ রকম কিছু লেখা নেই তো। এটা এমন কিছু যা আলোচনা করতে হবে, বুঝতে হবে তারপর সিদ্ধান্ত। সুতরাং এটা এত সহজ নয়।’ নাজমুল হাসানের ব্রিফিংয়ের সারসংক্ষেপ ছিল এমনÑ পাকিস্তান সফর নিয়ে বিসিবি এখনও বাংলাদেশ সরকারের অনুমতি পত্রের আনুষ্ঠানিক কপি হাতে পায়নি। সরকারের ঘোষিত নির্দেশ না পেলেও কিছু তথ্য পেয়েছে বিসিবি। সেখানে ইরাক-আমেরিকার কারণে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি চিন্তা করে দীর্ঘ সময়ের জন্য পাকিস্তান সফরে যাওয়া যাবে না বলে জেনেছে বিসিবি। ইরানের অভিজাত বাহিনী ‘কুদস ফোর্সের’ অধিনায়ক কাশেম সোলাইমানিকে হত্যার পর এই অঞ্চলে যে অস্থিরতা, এই পরিস্থিতিতে বাস্তবতা বদলে গেছে বলে মনে করেন নাজমুল হাসান, ‘আগের যে অবস্থা ছিল, সেখানে আমরা ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে চেয়েছি। ওরা সবাই চেয়েছে সংক্ষিপ্ত সময় থাকতে। টানা লম্বা সময় থাকতে চায়নি। কিন্তু এখনকার সিদ্ধান্ত কিন্তু ওই কারণে নয়। এখন সরকারই বলে দিয়েছে, মধ্যপ্রাচ্যে এখন যে সমস্যা চলছে, সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে সরকার পরামর্শ দিয়েছে। সরকারের নির্দেশনার বাইরে যাওয়া আমাদের জন্য কঠিন।’ তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের এই অবস্থা তো আগে ছিল না! আজকে যদি যুদ্ধ বেঁধে যায়, যা যা ঘটেছে এই কদিনে, সোলেমানি হত্যাকা-, আমেরিকান বিমান ঘাঁটিতে হামলা, আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা ছিল না সেখানে? তাদের ইন্টেলিজেন্স নাই? তারপরও হয়েছে। ইউক্রেনের বিমানটি ফেলে দিয়েছে, এত লোক মারা গেল, এসব হচ্ছে তো! কাজেই কিছুই হবে না, সেটা বললে তো হবে না। পারিপর্শ্বিক সব অবস্থা চিন্তা করে, পাকিস্তানের জন্য সম্ভাব্য সর্বোচ্চ আমরা এটাই করতে পারি।’ বাংলাদেশ টেস্ট খেলতে না চাওয়ার পর কিছুদিন আগে পিসিবি প্রধান এহসান মানির কণ্ঠে ছিল হুমকির সুর। এবারও বাংলাদেশের সিদ্ধান্ত তাদের সহজে মানার কথা নয়। তবে বিসিবি প্রধানের মতে, পাকিস্তানের সন্তুষ্টই থাকা উচিত, ‘আমরা টি২০ খেলতে চাচ্ছি, এটিতেই ওদের খুশি থাকা উচিত। টেস্ট খেলার জন্য জোর করা উচিত নয়।’ কেবল টি২০’র জন্যই আবার প্রস্তাব দেয়া হবে পিসিবিকে। আপাতদৃষ্টিতে কোন টেস্ট খেলার সম্ভাবনা নাই এই সফরে। তবে নাজমুল হাসানের সংবাদ ব্রিফিংয়ের পর পাকিস্তান এ নিয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি। বরং দুবাইয়ে আইসিসির সভা পরবর্তী এহসান মানি ও নাজমুল হাসানের বৈঠক শেষ হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারে তথ্য জানাবে বলে জানিয়েছে। অনির্ধারিত হলেও তাই বাংলাদেশের পাকিস্তান সফর ইস্যু এখন আইসিসির সভার অংশ হয়ে গেছে। উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে বন্দুকধারীর হামলায় নিরাপত্তারক্ষীসহ কয়েকজনের প্রাণহানির পর থেকে পাকিস্তানের মাটিতে কার্যত আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। দীর্ঘ অর্ধযুগ পর জিম্বাবুইয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সেখানে দুটি সংক্ষিপ্ত সিরিজ খেলে। তবে সম্প্রতি কঠোর নিরাপত্তার মধ্যে শ্রীলঙ্কা পূর্ণাঙ্গ সিরিজ খেলে আসায় ঘরের মাটিতে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলার ব্যাপারে অধিক আত্মবিশ্বাসী হয়ে ওঠে পিসিবি। তার ওপর গত বছর বাংলাদেশের বয়সভিত্তিক ও নারী দল পাকিস্তানে গিয়ে খেলে এসেছে। পাকিস্তান এখন সেটিকেও উদাহরণ হিসেবে সামনে টেনে আনছে।
×