ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ৬ শিক্ষার্থী

প্রকাশিত: ১১:৪৯, ১৪ জানুয়ারি ২০২০

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ৬ শিক্ষার্থী

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছয় শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক বিজ্ঞপ্তিতে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান জানান, ২০১৮ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য সারাদেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। এই তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়। মনোনীত শিক্ষার্থীরা হলেন লাইফ এ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি এ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, গণিত বিভাগের শিক্ষার্থী সেলিম হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক প্রমুখ।
×