ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুদকের মামলায় বিমানের আরও ১০ কর্মকর্তার জামিন

প্রকাশিত: ১১:৪৯, ১৪ জানুয়ারি ২০২০

দুদকের মামলায় বিমানের আরও ১০ কর্মকর্তার জামিন

স্টাফ রিপোর্টার ॥ দায়িত্ব পালনে অবহেলায় ১১৮ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও ১০ কর্মকর্তা জামিন পেয়েছেন। সোমবার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এরপর শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ জামিনের এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিন শুনানি করেন। আর দুদকের পক্ষে ছিলেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিনের আদেশ দেন। জামিন প্রাপ্তরা হলেন, সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত) লুতফে জামাল প্রমুখ।
×