ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঘন কুয়াশা

শাহজালাল ও শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ

প্রকাশিত: ১১:৪৮, ১৪ জানুয়ারি ২০২০

শাহজালাল ও শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ প্রচ- ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। দেখা দেয় সিডিউল বিপর্যয়। জানা গেছে, কুয়াশাজনিত সমস্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। রবিবার দিনগত রাত সোয়া ৩টা থেকে সকাল সোয়া ৯টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। রবিবার দিনগত রাত ৩টা ১১ মিনিটে জেদ্দার উদ্দেশে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। এরপর ঘন কুয়াশার কারণে আর কোন ফ্লাইট ওঠানামা করতে পারেনি। অপরদিকে বিমানের বিজি ০৮৭ ফ্লাইট কুয়ালালামপুর থেকে ঢাকায় আসছিল। কিন্তু সেটি ঘন কুয়াশার কারণে নামতে না পেরে কলকাতায় অবতরণ করে। কুয়াশার কারণে ১০০ মিটারে নেমে এসেছে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি)। এটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করতে পারে। এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সকাল সাড়ে আটটার দিকে বিমানের ১২২ ফ্লাইটটি কলকাতা চলে যায়।
×