ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বজাতিকে রক্ষা

প্রকাশিত: ১১:২৬, ১৪ জানুয়ারি ২০২০

স্বজাতিকে রক্ষা

পৃথিবীতে ভার না থাকলেও স্বজাতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ছিল দিয়েগো নামে এক কচ্ছপের। সেজন্যই আবাসস্থল ছেড়ে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্রুজ দ্বীপে বেঁচে থাকার তাগিদে চলে যায় দিয়েগো। এখন তাকে তার আদি বাসস্থান ইকুয়েডরের এসপানলেতে পাঠানোর চেষ্টা চলছে। কেননা গত ৮০ বছরে সে প্রায় ৮০০ কচ্ছপের জন্ম দিয়ে নিজের প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছে। দিয়েগো আসলে বিলুপ্তপ্রায় ‘চেলোনয়ডিস হুডেনসিস’ প্রজাতির কচ্ছপ। শতবর্ষী দিয়েগোকে মার্চ মাসেই এসপানলের প্রাকৃতিক পরিবেশেই ফেরত পাঠানো হবে। তার আগে কিছুদিন গালাপাগোস ন্যাশনাল পার্কস সার্ভিসে সম্পূর্ণ আলাদা (কোয়ারান্টাইন) করে রাখা হয়েছে তাকে। এসপানলে দ্বীপে একটা সময় দিয়েগোর প্রজাতির মাত্র দুইটি পুরুষ কচ্ছপ ও ১২টি স্ত্রী কচ্ছপ বেঁচে ছিল। ইকুয়েডরের ওই অঞ্চল বন্যপ্রাণীদের অন্যতম আশ্রয়স্থল। একটা সময় প্রজননের জন্য তাকেসহ ১৪টি পুরুষ কচ্ছপকে সান্তা ক্রুজ দ্বীপে নিয়ে যাওয়া হয়। যৌন মিলনে উৎসাহ দেখে তাকে মুক্ত পরিবেশে ছেড়ে দেয়া হয়। সে ঘটনার পাঁচ দশক পর এখন ‘চেলোনয়ডিস হুডেনসিস’-এর সংখ্যা সান্তা ক্রুজে প্রায় ২০০০। তার মধ্যে ৮০০ জনেরই জন্মদাতা দিয়েগো। -টাইমস নাউ
×