ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় জঙ্গী আস্তানা থেকে নারী আটক

প্রকাশিত: ১১:২৩, ১৪ জানুয়ারি ২০২০

আশুলিয়ায় জঙ্গী আস্তানা থেকে নারী আটক

সংবাদদাতা, সাভার, ১৩ জানুয়ারি ॥ জঙ্গী আস্তানা সন্দেহে আশুলিয়ায় একটি দোতলা ভবনে অভিযান চালিয়ে দুটি খেলনা পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, কম্পিউটার, সিডি ক্যাসেট ও বোমা বানানোর সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। এ সময় অভিযানে ওই বাড়ি থেকে এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত ওই নারী নব্য জেএমবির আইটি সদস্য তানভীরের স্ত্রী শাইলা শারমীন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান শেষে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে জঙ্গী আাস্তানা সন্দেহে সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের প্রবাসী আক্তার হোসেনের মালিকানাধীন বাড়ির নিচ তলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ, পুলিশ ও কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। বগুড়া পুলিশের সহায়তায় গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এই বাড়িটির সন্ধান পান যে, এখানে নব্য জেএমবির সদস্য তাদের কার্যক্রম চালাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেল থেকে অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্য তানভীরের স্ত্রী শাইলা শারমীনকে আটক করা হয়। সেই সঙ্গে বাসায় তল্লাশি করে কিছু পেট্রোল বোমা, বোমা বানানোর সরঞ্জামাদি, খেলনা পিস্তলসহ দূর থেকে হামলা চালানোর মতো সরঞ্জামাদি পাওয়া গেছে। নব্য জেএমবির আইটি সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের শিক্ষার্থী। তাকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। স্থানীয়রা জানান, দুই বছর ধরে দুইতলা এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। জানুয়ারির প্রথম দিকে তানভীর ও শাইলা দম্পতি এই বাড়িটি ভাড়া নেন। এ সময় ঘটনাস্থলে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×