ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় কিশোর নির্যাতিত

গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিন জনের মৃত্যু

প্রকাশিত: ১১:২৩, ১৪ জানুয়ারি ২০২০

গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিন জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলার অভয়নগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার প্রেমবাগ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ একজনকে আটক করেছে। আটক জনি শেখ বাগেরহাট জেলার ফকিরহাটের কাটাখালী গ্রামের ওহাব শেখের ছেলে। মৃত দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো সোহেল (২৭) ও সৈকত (৩০)। তাদের বাড়ি খুলনা শহরের খানজাহান আলী থানার রেলগেট এলাকায়। ধৃত জনি শেখের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলায় একটি ডাকাতির প্রস্তুতি এবং অপর একটি চোরাই মাল উদ্ধার মামলা রয়েছে। পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার ভোরে একদল চোর পিকআপ নিয়ে প্রেমবাগের পার্শ্ববর্তী যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামে গরু চুরি করতে যায়। চোরেরা ওই গ্রামের খোরশেদ আলীর বাড়ি থেকে তিনটি গরু নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামবাসী তাদের ধাওয়া করে। এক পর্যায়ে মসজিদের মাইকেও গরু চুরির বিষয়টি জানিয়ে গ্রামবাসীকে ডাকা হয়। গ্রামবাসীর সংঘবদ্ধ ধাওয়ার মুখে প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেল ক্রসিংয়ে চার গরু চোর ধরা পড়লে গণপিটুনিতে ঘটনাস্থলেই দুই চোরের মৃত্যু হয়। আরেকজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্কুলছাত্রকে অমানুষিক নির্যাতন, গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটারী গ্রামে এক স্কুলছাত্রকে গরু চুরির সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এই অভিযোগে রবিবার রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে উত্তর ধুমাইটারীর মৃত আব্বাস আলীর ছেলে আইজল মিয়া (৫০) এবং একই গ্রামের মোঃ বাবলু মিয়ার ছেলে রানা মিয়াকে (৩০) গ্রেফতার করেছে। নির্যাতনের শিকার ওই কিশোরের নাম রাফিকুল ইসলাম (১৩)। সে উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রাফিকুল ইসলাম স্থানীয় ধুমাইটারী কারিগরি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র।
×