ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিনটি নাট্যোৎসবে অংশ নিতে ভারতে শব্দাবলী

প্রকাশিত: ০৯:৩৬, ১৪ জানুয়ারি ২০২০

তিনটি নাট্যোৎসবে অংশ নিতে ভারতে শব্দাবলী

সংস্কৃতি ডেস্ক ॥ তিনটি নাট্যোৎসবে অংশ নিতে ভারত সফর করছে বাংলাদেশের নাট্য সংগঠন শব্দাবলী। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে দলের অন্যতম প্রযোজনা ‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস্’ নাটকটি ইতোমধ্যে ভারতে একাধিক মঞ্চায়ন হয়েছে। এর মধ্যে গত ১১ জানুয়ারি ত্রিপুরার কাকড়াবন দেশবন্ধু সংঘ ও অভিমুখের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নাট্যোৎসব ‘নাট্যসৃজন-৪’ এর উদ্বোধনী প্রদর্শনীতে শব্দাবলী তাদের ‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস্’ নাটকটি মঞ্চায়ন করে। এই প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরের নাট্যযাত্রা শুরু করে শব্দাবলী। এরপরদিন ১২ জানুয়ারি ধর্মনগরে ‘ষষ্ঠ নাট্যমঞ্চ নাট্যোৎসব-২০২০’ একটি এবং ১৩ জানুয়ারি ‘শেখর স্মৃতি নাট্যোৎসব-২০২০’ এ ‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস্’ নাটকের আরও একটি প্রদর্শনী করে। শব্দাবলীর ‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস্’ নাটকের মঞ্চায়নের মধ্যদিয়ে ৫ দিন ব্যাপি ‘শেখর স্মৃতি নাট্যোৎসব-২০২০’ এর পর্দা নামে। ‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস্’ নাটকটি শব্দাবলীর ৬৩তম প্রযোজনা। বিখ্যাত আমেরিকান নাট্যকার ইউজিন ও’ নিল এর কালজয়ী রচনা নাটকটি অনুবাদ করেছেন কবীর চৌধুরী। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্য নির্দেশক ফজলুর রহমান পলাশ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বুলবুল আহম্মেদ জয়, আনোয়ার শামীম, নাবিলা নাসরিন, শহীদুল ইসলাম শিশির, ইয়াছির আরাফাত, জহিরুল ইসলাম ও টি আই তপু। ‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস্’ ইউজিন ও’ নীল এর এক অনবদ্য সৃষ্টি। প্রায় শত বছর আগের হলেও গল্পটা আমাদের কাছে বর্তমান। একই সঙ্গে প্রেম, হিংসা, যৌনতা, লালসা, চতুরতা, সংঘাত এবং মৃত্যুর প্রকাশ রয়েছে এ নাটকে। নৈতিকতার চিহ্নবিহীন সমাজে আমরা প্রতিদিন দেখছি ভ্রুণ হত্যা, নারীরা কেবল ভোগের সামগ্রী, উত্তরাধিকার তৈরির চেষ্টায় অনৈতিকতাকে প্রশ্রয়, অসম বিবাহ এবং অসম বাসনার রূপদানের অসঙ্গতি। সমাজ বাস্তবতার সঙ্গে মিল রেখে নাট্যকারের শত বছর আগের চিত্রায়িত ক্যানভাস আজও আমাদের জীবনে বিদ্যমান। ‘ডিজায়ার আন্ডার দ্যা এলমস’ আমাদের সমাজ বাস্তবতায় ঠিক কতটা মিলে গেছে তার থেকে বরং আমরা কিভাবে ভাবি বা আমাদের ভাবিয়ে নিয়ে চলেছে সেদিকটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
×