ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হোয়াটসএ্যাপে মেসেজ আদান প্রদানে রেকর্ড

প্রকাশিত: ০৯:৩৪, ১৪ জানুয়ারি ২০২০

হোয়াটসএ্যাপে মেসেজ আদান প্রদানে রেকর্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাপী ৩১ ডিসেম্বরে হোয়াটসএ্যাপে ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান প্রদান করা হয়েছে। যা এই এ্যাপ্লিকেশনের জন্য এটি রেকর্ড সংখ্যা। শুধু ভারতেই হোয়াটসএ্যাপ ব্যবহারকারীরা প্রায় ২০০০ কোটির বেশি মেসেজ পাঠিয়েছেন। বিশ্বব্যাপী নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠানোর সংখ্যার হোয়াটসএ্যাপ ইতিহাসে এমনটা ঘটেনি বলে জানিয়েছে হোয়াটসএ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসএ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বজুড়ে ১০,০০০ কোটির বেশি মেসেজ পাঠানো হয়েছে ৩১ ডিসেম্বর। মাত্র একদিনে হোয়াটসএ্যাপের জনপ্রিয়তা চমকে দিয়েছে অন্যান্য মেসেজিং এ্যাপকে। গত বছরে বিশ্বব্যাপী হোয়াটসএ্যাপের সর্বাধিক জনপ্রিয় ফিচার ছিল টেক্সট মেসেজিং। এরপর ছিল স্ট্যাটাস এবং ছবি মেসেজ পাঠানো।
×