ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম বদলে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:২৩, ১৪ জানুয়ারি ২০২০

পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম বদলে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৩ জানুয়ারি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পাবনায় রেল যোগাযোগ চালু হলে জেলাবাসী আনন্দ উল্লাসে মেতে উঠে। ২০১৮ সালের ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনায় এসে পাবনা স্টেশন থেকে রাজশাহীগামী পাবনা এক্সপ্রেস নামের একটি ট্রেন উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে শহরবাসীর দীর্ঘকালের স্বপ্ন বাস্তবে রূপ নেয়। গত দু’বছর ধরে পাবনা-রাজশাহী রুটে নিয়মিত চলাচলকারী এই ট্রেনটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। সম্প্রতি পাবনা শহর হয়ে জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পর্যন্ত রেলপথের সম্প্রসারিত অংশের উদ্বোধনের জন্য দিনক্ষণ চূড়ান্ত করেছে রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ। সেই সঙ্গে পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম ও সময় পরিবর্তন করে আগামী ২৬ জানুয়ারি থেকে ঢালারচর এক্সপ্রেস নামে ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাবনা এক্সপ্রেস নাম বদলের পর ঢালারচর এক্সপেস করার সংবাদ জানাজানি হলে সোমবার বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। এ বিষয়ে রেলওয়ের পাকশী বিভাগের ম্যানেজার (ডিআরএম) আসাদুল হক জানান, ঢালারচর পর্যন্ত রেলপথ ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইতোমধ্যেই আমরা এই রেলপথে ট্রেন চালুর বিষয়ে নির্দেশনা পেয়েছি। পশ্চিমাঞ্চল রেলওয়ের সর্বশেষ সংশোধিত ওয়ার্কিং টাইম টেবিলে পাবনা এক্সপ্রেস ট্রেনটি নতুন নামে ঢালারচর এক্সপ্রেস নামে চলাচল করবে।
×