ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:২৩, ১৪ জানুয়ারি ২০২০

হবিগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৩ জানুয়ারি ॥ নিখোঁজের চারদিনের মাথায় হাত-পা বাঁধা অবস্থায় সোমবার দুপুরে খোয়াই নদী থেকে সদর উপজেলাধীন তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ঈসমাইল হোসেন বিদয় নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিদয় স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র এবং সৌদি প্রবাসী ফারুক মিয়ার পুত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে হবিগঞ্জ শহরের জেকে এ্যান্ড এইচকে হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র সাইমনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ১০ জানুয়ারি ওই গ্রামের কদর আলীর পুত্র সাইমন বিদয়কে তার বাড়ি থেকে ডেকে অন্যত্র নিয়ে যায়। এ সময় বিদয়ের হাতে ছিল দামী একটি মোবাইল সেট। তারপর সে আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। ফলে পরদিন ১১ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে বিদয় নিখোঁজ উল্লেখ করে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরই সূত্র ধরে পুলিশ বিদয়ের সন্ধানে মাঠে নামলেও তার কোন হদিস মিলছিল না। এদিকে ওই দিন দুপুর ১২টার দিকে খোয়াই নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে তা অবহিত করেন। সিদ্ধিরগঞ্জে দুই শিশু স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার একটি পুকুর থেকে শামীম (৮) ও মনির হোসেন (৭) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিখোঁজের তিন দিন পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, সোমবার সকালে বার্মাস্ট্যান্ড এলাকার কবরস্থানের পাশের একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গিয়ে ওই পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। মৃত শামীম ও মনিরের পরিবার সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার বাদশা মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করছে। মৃত শামীম ও মনিরের পিতা অটোরিক্সা চালক। ভাঙ্গায় সড়কে যুবকের লাশ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় মহাসড়কের ওপর থেকে মাদক মামলার এক আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বগাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম শহীদুল ইসলাম ওরফে কানা মানিক (৩৪)। সে ফরিদপুর শহরের দুই নম্বর হাবেলী গোপালপুর মহল্লার মতিয়ার মোল্লার ছেলে। শহীদুল তিন ভাই ও এক বোনের মধ্যে বড়। সে বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা। শহীদুলের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবদিয়া ইউনিয়নের কুতুবদিয়া গ্রামে। সকালে মহাসড়কের ওপর লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী ভাঙ্গা থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
×