ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে এ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোর দুই যাত্রী নিহত

প্রকাশিত: ০৯:২০, ১৪ জানুয়ারি ২০২০

রাজশাহীতে এ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোর দুই যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে এ্যাম্বুলেন্স ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় নগরীর উপকণ্ঠ নওদাপাড়া বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নগরীর আমচত্বর-বেলপুকুর বাইপাস সড়কে নওদাপাড়া বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন। সিলেটে কলেজছাত্র স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, বিশ্বনাথে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এমসি কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শোভন নন্দী (১৭) দিঘলী গ্রামের সুভাষ নন্দীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকাশ ঘোষ (১৭) নামে নিহতের আরেক বন্ধু। তিনিও এমসি কলেজের শিক্ষার্থী। সোমবার দুপুরে উপজেলার দিঘলী কাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে কলেজে আসছিলেন শোভন নন্দী ও তার বন্ধু আকাশ ঘোষ। মোটরসাইকেলটি কাজিবাড়ি এলাকায় আসলে একটি লেগুনা ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তারা নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা শোভন নন্দীকে মৃত ঘোষণা করেন। আহত আকাশ ঘোষ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন। সাতক্ষীরায় যুবক স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, বাইপাস সড়কে তেলবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম জাহিদ হোসেন (২৫)। সে শহরের কাটিয়া লস্করপাড়ার ফজর আলীর ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে জাহিদ হোসেন মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহর থেকে বকচরা এলাকায় যাওয়ার পথে মেডিক্যাল কলেজের দিক থেকে আসা দ্রুতগামী একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আখাউড়ায় পাওয়ার টিলারের চাপায় হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার পৌর শহরের মসজিদপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন মসজিদপাড়া গ্রামের মুসা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পিঠা কেনার জন্য শিশু হোসেন বাড়ি থেকে সড়কে বের হলে বালুভর্তি একটি পাওয়ার টিলার তাকে চাপা দেয়। আহত শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। গাইবান্ধায় চালক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, পলাশবাড়ী উপজেলার ঝিলবান্দা এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সোমবার সকালে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক দুলাল মিয়া (২৫) নিহত হয়েছে। দুলাল মিয়া ওই উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামের মন্টু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকালে ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে ট্রাক্টর চালিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল দুলাল। পথে ঝিলবান্দা এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করে। সীতাকুণ্ডে হেলপার নিজস্ব সংবাদদাতা সীতাকু- থেকে জানান, চট্টগ্রামের সীতাকু-ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেল হাবেল (২৪) নামের এক হেলপার। সোমবার ভোরে উপজেলার বাড়বকু- ইউনিয়নে সেবা ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবেল টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার রূপশান্তি গ্রামের ইদ্রিস আলীর পুত্র। জানা যায়, ভোরে উপজেলার বাড়বকু- ইউনিয়নে সেবা ফিলিং স্টেশনে তেল নিতে পেট্রোল পাম্পে প্রবেশ করে একটি ট্রাক। তেল নিয়ে পাম্প থেকে বের হওয়ার সময় হেলপার পেছনে চাকা চেক করতে গেলে চালক ট্রাকটি স্টাট দিয়ে পেছনে ব্রেক দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে মারা যান হাবেল। নওগাঁয় যুবক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সোমবার দুপুর ১২টায় পোরশায় ইঞ্জিন চালিত এক ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান আহত হয়েছেন। নিহত জুয়েল উপজেলার মিছিরা মলপাড়া গ্রামের আজিজুলের পুত্র এবং আহত মজিবর একই গ্রামের মৃত সোবহানের পুত্র। জানা গেছে, হতাহতরা এদিন উপজেলার সরাইগাছি থেকে ইঞ্জিন চালিত ট্রলিযোগে নিতপুরে যাওয়ার পথে ছাতনতলী নামক স্থানে এসে দুর্ঘটনার কবলে পড়ে। বাগেরহাটে হ্যামকো ম্যানেজার স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ফকিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী ম্যানেজার নজরুল ইসলাম দুলাল (৩২) নিহত হয়েছেন। সোমবার দুপুরে খুলনা-মংলা মহাসড়কের শ্যামবাগাত বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তিনি লখপুর গ্রামের নুর মোহম্মদ মৃধার পুত্র। তিনি অফিসের কাজে যাওয়ার সময় শ্যামবাগাত বাসস্ট্যান্ডে পৌঁছলে সেখানে পল্লী বিদ্যুতের খুঁটি বহনের কাজে নিয়োজিত একটি নছিমনের সঙ্গে ধাক্কা লেগে নিহত হন। ভালুকায় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা ভালুকা থেকে জানান, উপজেলার ভরাডোবা বাকসতরা তাফরিদ কটন ফ্যাক্টরির সামনে সোমবার সকালে গাড়িচাপায় দুলাল উদ্দিন (৪০) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত দুলাল উদ্দিন উপজেলার সাতেঙ্গা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে। জানা গেছে, সকালে ব্যবসায়ী দুলাল উদ্দিন মহাসড়কের পাশ দিয়ে তার দোকানে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ভুঞাপুরে নারী সংবাদদাতা ভুঞাপুর থেকে জানান, টাঙ্গাইলের ভুঞাপুরে ট্রাক চাপায় রাবেয়া (৩৫) নামে এক নারী নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ভুঞাপুর-তারাকান্দি সড়কের তাড়াই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া ডিগ্রীর চর গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, রাবেয়া ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ভুঞাপুর যাওয়ার সময় তাড়াই নামক স্থানে পৌঁছলে ঝাঁকুনিতে সে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রাবেয়া মারা যায়। গাজীপুরে বৃদ্ধা স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালীগঞ্জে বয়ষ্ক ভাতার টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না এক বৃদ্ধার। ‘ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে সোমবার বিকেলে ওই বৃদ্ধা বাসের ধাক্কায় নিহত হয়েছেন। তার নাম অঞ্জু রাণী দাস (৬২)। জানা গেছে, সোমবার বিকেলে কালীগঞ্জের কৃষি ব্যাংক থেকে বয়ষ্ক ভাতার টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। পথে তিনি কালীগঞ্জ বাসস্ট্যান্ডে পৌছলে কালীগঞ্জ পরিবহন লিমিটেড (কেটিএল) এর একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অঞ্জু রাণী দাসকে মৃত ঘোষণা করেন।
×