ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘোড়দৗড় প্রতিযোগিতা

প্রকাশিত: ০৯:২০, ১৪ জানুয়ারি ২০২০

ঘোড়দৗড় প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৩ জানুয়ারি ॥ সোমবার জেলার শলই এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ বড়রিয়া গ্রামে শতবর্ষের প্রাচীন ১০৪তম ঘোড়দৌড় প্রতিযোগিতা ও তিন দিনব্যাপী গ্রামীণমেলা শুরু হয়েছে। জেলার মহম্ম্দপুর উপজেলার বালিদিয়া ইউপির বড়রিয়া গ্রামে এবং সদর উপজেলার শলই গ্রামে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে । বড়রিয়া মেলায় লাখো মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। জানা গেছে, জেলার বড়রিয়া গ্রামে শতবর্ষের প্রাচীন এই মেলা উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে ৩৭টি ঘোড়া অংশ নেয়। পিঠা উৎসব নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৩ জানুয়ারি ॥ ঐতিহ্যের রীতিনীতিকে স্মরণ করিয়ে দিতে মীরসরাই কলেজে সোমবার পিঠা উৎসবের আয়োজন করা হয়। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন মীরসরাই পৌরসভার চেয়ারম্যান গিয়াস উদ্দিন, কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডাক্তার জামসেদ আলম। ২৫ টি স্টলে হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেছে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। পিঠা উৎসবে ভিড় করেছে তরুণ-তরুণীরা। প্রায় ১০০ রকমের পিঠাপুলি রয়েছে দোকানে।
×