ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহতের ঘটনায় বিক্ষোভ

প্রকাশিত: ০৯:১৯, ১৪ জানুয়ারি ২০২০

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহতের ঘটনায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সড়কে নছিমনের চাপায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোরসালিন ইসলাম হাসিফ নিহতের ঘটনায় বিক্ষুব্ধ সহপাঠীরা। সোমবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে নামে তারা। বিক্ষোভের খবরে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এবং পুলিশ সুপার মোহাম্মদ মোকলেছুর রহমানসহ মোরসালিনের বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত হয়ে শান্ত করেন বিক্ষুব্ধদের। এরপর নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করে তারা। সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তৃতা দেন শিক্ষক ইমরান হোসেন, দশম শ্রেণীর শিক্ষার্থী ওমর ফারুক, রাজু ইসলাম, নবম শ্রেণীর আবু ফিয়ান প্রমুখ। বক্তারা মর্মান্তিক ওই দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি, সড়কে সকল অবৈধ যান বন্ধ, শহর এবং আশপাশ এলাকায় অবৈধ স্টান্ড উচ্ছেদসহ নিহত মোরসালিনের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান। পরে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর কাছে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৩ জানুয়ারি ॥ ঢাকা-চট্টগ্রাম রেলরুটের মীরসরাইয়ের বারইয়ারহাটে রেললাইন পার হওয়ার সময় রেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত মুক্তিযোদ্ধা উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম ইউনিয়নের বাসিন্দা মাস্টার ছালামত উল্লাহ (৬০)। জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় স্থানীয় বারইয়ারহাট রেললাইনের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার পথে চট্টগ্রামমুখী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে তার স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়। নিহত ছালামত উল্লাহ মহাজনহাট ফজলুর রহমান স্কুল এ্যান্ড কলেজের সাবেক শিক্ষক ছিলেন, তিনি বারইয়ারহাট শিশু নিকেতন ও উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। খুবিতে শান্তি বজায় রাখার আহ্বান স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সোমবার দুপুরে ‘নৈরাজ্যের বিপরীতে শান্তিপূর্ণ ও স্থিতিশীল ক্যাম্পাস চাই’ শীর্ষক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুবির অফিসার্স কল্যাণ পরিষদের আয়োজনে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
×