ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে তিন পৌর ওয়ার্ডে ১০ দিন পানি সরবরাহ বন্ধ

প্রকাশিত: ০৯:১৯, ১৪ জানুয়ারি ২০২০

শরীয়তপুরে তিন পৌর ওয়ার্ডে ১০ দিন পানি সরবরাহ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৩ জানুয়ারি ॥ পৌরসভার পানি সরবরাহের দু’টি পাম্প বন্ধ রয়েছে। এ করণে পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ১০ দিন যাবত পানি সরবরাহ বন্ধ। নিত্যপ্রয়োজনীয় পানি সরবরাহ বন্ধ থাকায় ওই তিনটি ওয়ার্ডের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করার কারণে পাম্পের মোটর নষ্ট হওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তা সংস্কার করে পানি সরবরাহ স্বাভাবিক করতে আরও ৪-৫ দিন সময় লাগবে বলে জানিয়েছে পৌরসভার পানি সরবরাহ বিভাগ। জানা গেছে, ২৪ দশমিক ৭৫ বর্গকিলোমিটারের পৌরসভায় মানুষ বসবাস করেন ৭০ হাজার। তাদের পানির সেবা দেয়ার জন্য আটটি পানির পাম্প রয়েছে। যার মাধ্যমে প্রতিদিন ৪৫ হাজার হতে ৫০ হাজার লিটার পানি সরবরাহ করা হচ্ছে। তিন হাজার এক শ’ সংযোগের মাধ্যমে এ সকল পানি সরবরাহ করা হয়। পৌরসভার ধানুকা ও আংগারিয়া বাজারে অবস্থিত দু’টি পাম্পের পানি সরবারহ বন্ধ। ওই দু’টি পাম্প থেকে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পানি সরবরাহ দেয়া হত। গত শনিবার পাম্পের দুটি মোটর নষ্ট হয়ে যায়। ধানুকা এলাকার গৃহবধূ শিউলি আক্তার বলেন, আমরা পৌরসভার সরবারহকৃত পানির ওপর নির্ভরশীল। ১০ দিন যাবত পানি সরবরাহ বন্ধ, পানির বিকল্প উৎস না থাকায় বিপাকে পড়েছি। পৌরসভার পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, পানি সরবরাহের মোটরটি উচ্চক্ষমতা সম্পন্ন। যেটি মেরামত শরীয়তপুরে হয় না। তাই নষ্ট হওয়া ওই দু’টি মোটর মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
×