ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএফের হাতে দৌলতপুরে দুই মাদক কারবারি আটক

প্রকাশিত: ০৯:১৮, ১৪ জানুয়ারি ২০২০

বিএসএফের হাতে দৌলতপুরে দুই মাদক কারবারি আটক

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ১৩ জানুয়ারি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খ- থেকে বিএসএফ’র হাতে ২ মাদক চোরাকারবারি আটক হয়েছে বলে জানাগেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া সীমান্তের ওপার ভারত ভূ-খ-ের কুমড়িপাড়া সীমান্ত থেকে রুবেল (২৫) ও বাদল (৩৭) নামে ওই দু’জন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক মাদক চোরাকারবারিরা দৌলতপুর উপজেলার মহিষকু-ি মাঠপাড়া এলাকার টেঙ্গর আলী ও জামালপুর আশ্রয়ণ এলাকার নজিবুলের ছেলে। স্থানীয়রা জানায়, ৮-১০ জনের একদল মাদক চোরাকারবারি ভারতের চরমেঘনা সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচারকালে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার চরমেঘনা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। এ সময় মাদক চোরাকারবারি রুবেল ও বাদল বিএসএফ’র হাতে আটক হলে অপর মাদক চোরাকারবারিরা পালিয়ে আসে।
×