ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে লোকজমেলা আজ শুরু

প্রকাশিত: ০৯:১৭, ১৪ জানুয়ারি ২০২০

সোনারগাঁয়ে লোকজমেলা আজ শুরু

সংবাদদাতা, সোনারগাঁ, ১৩ জানুয়ারি ॥ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত ম্যাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব মঙ্গলবার বিকেল ৩টায় উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মেলা উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি পরিচালক রবিউল হোসাইন, ডিসপ্লে অফিসার আবুল কালাম আজদ, লেকচারার গাইড মুজ্জামেল মাসুদ প্রমুখ। ফাউন্ডেশনের পরিচালক ড.আহমেদ উল্লাহ লিখিত বক্তব্যে বলেন, দেশে পল্লী অঞ্চল থেকে ৬৪ জন কারুশিল্প এ মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। নওগাঁ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, বেত ও বাঁশের কারুকার্য, সিলেট ও মুন্সীগঞ্জের শ্রী গীতেশ চন্দ্র দাস ও শ্রী হরেন্দ্র কুমার দাসের শীতলপাটি, কুমিল্লার তামা-কাঁসা পিতলের কারুশিল্প, রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটাশিল্পসহ তাদের জন্য ৩২টি, হস্তশিল্প-৪৬টি, পোশাক-৩৫টি, প্রসাধনী ২৩টি, খাবার ও মিষ্টি ১৮টি স্টল রয়েছে। এছাড়াও লোক কারুশিল্প মেলা ও লোকজউৎসবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া ও ভাটিয়ালী গান, জারি-সারি ও হাছন রাজার গান, লালন সঙ্গীত, মাইজভ-ারি গান, মুর্শিদী গান, আলকাপ গান, গাঁয়ে হলুদের গান, বান্দরবান, বিরিশিরি, কমলগঞ্জের-মণিপুরী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতি গান, ছড়া পাঠের আসর, পুঁথি পাঠ, গ্রামীণ খেলা, লাঠি খেলা, দোক খেলা, ঘুড়ি ওড়ানো, লোকজ জীবন প্রদর্শনী, লোকজ গল্প বলা, পিঠা প্রদর্শনী ইত্যাদি থাকবে। তিনি আরও জানান, এবারের মেলার শতবর্ষে বঙ্গবন্ধু লোকজ উৎসব পালন করা হবে।
×