ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৯:১৭, ১৪ জানুয়ারি ২০২০

দিনাজপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সদর উপজেলার পল্লীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ শীর্ষ মাদকবিক্রেতা নিহত হয়েছে। এ সময় ডিবির ১ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ১ কনস্টেবল গুরুতর আহত হয়েছে। রবিবার রাত দেড়টার সময় দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম রামসাগর তাজপুর সরকারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ২ মাদকবিক্রেতা হলো, দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী লাইনপাড় সিপাইপাড়া মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী (৪০) ও একই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে আবুল কাশেম কাইশা (৩৬)। এদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় ১৭ থেকে ১৮টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। সোমবার বেলা ১১টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি জানান, ডিবি পুলিশের এসআই মোকারম হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের নশনদিঘী তাজপুর সরকারপাড়ায় অবস্থান নেয়। রাত দেড়টার সময় ১০ থেকে ১২ মাদক বিক্রেতাদের একটি দল ভারত সীমান্ত থেকে বাংলাদেশে মাদক নিয়ে প্রবেশ করে। এ সময় ডিবি পুলিশ তাদের থামতে বললে, তারা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ডিবির এএসআই নাহিদ হাসান ও কনস্টেবল মাহাবুব আলম আহত হয়। পরে ডিবি পুলিশ ৪ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। গোলাগুলির এক পর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আবুল কাশেম কাইশা ও রহমত আলীর লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ১টি সচল ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ১৫০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
×