ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লা আঞ্চলিক সড়ক বেহাল ॥ ধীরগতিতে নির্মাণ কাজ

প্রকাশিত: ০৯:১৬, ১৪ জানুয়ারি ২০২০

কুমিল্লা আঞ্চলিক সড়ক বেহাল ॥ ধীরগতিতে নির্মাণ কাজ

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ১৩ জানুয়ারি ॥ কুমিল্লা আঞ্চলিক সড়কের বেহাল দশায় যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এ সড়কটি ফোরলেনে উন্নীত করার লক্ষ্যে কাজ শুরু করলেও নির্মাণ কাজের কোন তদারকি না থাকায় রাস্তার কাজ চলছে ঢিলেঢালা। কর্তৃপক্ষের নজরদারি নেই বললেই চলে। লাকসাম ছিলনিয়া ব্রিজ থেকে লালমাই পর্যন্ত প্রায় ১৭ কিমি রাস্তার কাজ এখনও শুরু করা হয়নি। ফলে এ সড়কের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে মারাত্মক ঝুঁকির মধ্যে। কিন্তু কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হচ্ছে না। অন্যদিকে সড়কটির বিভিন্ন অংশ ভাঙ্গা থাকায় যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে উঠেছে। জানা গেছে, এ আঞ্চলিক সড়কটি ৫৯ কিমি দীর্ঘ। এটি নির্মাণকল্পে ২ হাজার ১শ’ ৭৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। তার মধ্যে এ যাবত ৬শ’ কোটি টাকা ছাড় দেয়া হয়েছে। এ দীর্ঘ ফোরলেন সড়কটির ৪৫ কিমি কাজের তদারকি করছে কুমিল্লার সড়ক ও জনপথ বিভাগ। সড়কটির ধীরগতির পাশাপাশি কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। লালমাই থেকে লাকসাম ছিলনিয়া পর্যন্ত ১৭ কিমি রাস্তার কাজে এখনও হাত না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এদিকে ২০২০ সালের জুনের মধ্যে সড়কের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সে রকম কোন অগ্রগতি দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এ সড়কের যাতায়াতকারী বহু যাত্রী ও চালকের অভিযোগ, কর্তৃপক্ষের গাফলতির কারণে বিগত ২ বছর ধরে গুরুত্ব আঞ্চলিক মহাসড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। তাছাড়াও ধুলাবালি আর ভাঙ্গা সড়কে গাড়ি চালাতে গিয়ে সময় নষ্ট, যন্ত্রাংশ বিকল ও যানজটে চালকদের আর হিমশিম খেতে হচ্ছে। লাকসাম থেকে কুমিল্লা ৪০ মিনিটের রাস্তা পৌঁছতে এখন সময় লাগে দেড় থেকে দু’ঘণ্টা। অপরদিকে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে যাত্রীরা। বিশেষ করে গর্ভবতী মহিলাদের কষ্টের সীমা থাকে না। এছাড়া শ^াসকষ্ট,এলার্জিসহ বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে যাত্রীদের। এ ব্যাপারে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ জানান, ২০১৮ সালের মার্চ মাস থেকে ফোরলেনের কাজ শুরু করা হয়। ২০২০ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করা যাবে না আরও দু’বছর সময় বাড়াতে হবে।
×