ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢুকতে বারণ

প্রকাশিত: ০৯:১৪, ১৪ জানুয়ারি ২০২০

ঢুকতে বারণ

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচের প্রধান কেনেথ রোথকে হংকংয়ে যেতে দেয়া হয়নি। কারণ চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তার সেখানে একটি প্রতিবেদন উপস্থাপনের কথা ছিল। বেইজিং এইচআরডব্লিউসহ যুক্তরাষ্ট্রভিত্তিক অন্যান্য এনজিওকে চীনবিরোধী বিবেচনা করে থাকে। তাছাড়া হংকং ছয় মাস ধরে চলা গণতন্ত্রপন্থী আন্দোলনও বেইজিংয়ের আরেকটি মাথা ব্যথার কারণ। রথ পরে বলেন, আমাকে হংকংয়ে ঢুকতে না দেয়াই আরেকটি প্রমাণ যে, সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে। - বিবিসি সিতারামনের ত্বরিত জবাব ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রবিবার টুইটারে একটি বার্তা পোস্ট করেন। জনৈক সঞ্জয় ঘোষ কমেন্ট করেন, ‘বিবেকানন্দের উদ্ধৃতি দিতে গিয়ে আপনি একটু ভুল করেছেন সুইটি, আসলে কথাটি ছিল এ রকম...’। সামাজিক মাধ্যমে সুইটি নিয়ে হাস্যরস তৈরি হয়। সিতারামন পাল্টা কমেন্টে লেখেন ‘জেনে আনন্দিত হলাম আপনি এ বিষয়ে আগ্রহী, আসলে আমি ‘কথা উপনিষদ’ থেকে উদ্ধৃতি দেইনি, দিয়েছি ‘প্রবুদ্ধ ভারত’ থেকে। চমৎকার পাল্টা কমেন্টে অনলাইন ট্রোল কাটিয়ে ওঠেন সিতারামন।- ইন্ডিয়া টুডে
×