ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচনের আচরণবিধিতে সমন্বয়ক বলে কোন শব্দ নেই ॥ তোফায়েল

প্রকাশিত: ১১:১৬, ১৩ জানুয়ারি ২০২০

 সিটি নির্বাচনের আচরণবিধিতে সমন্বয়ক বলে কোন শব্দ  নেই ॥ তোফায়েল

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনী আচরণবিধিতে সমন্বয়ক বলে কোন শব্দ নেই। এমপি-মন্ত্রীরা বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত হয়ে বক্তব্য দিতে পারবেন, কিন্তু ভোট চাইতে পারবেন না। এছাড়া বাকিরা ভোট চাইতে পারবেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না, নির্বাচন কমিশন আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। রবিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনে গিয়েছি, সমন্বয়ক বলে কোনও কথা নেই। সিটি নির্বাচনে আমরা আচরণবিধি লঙ্ঘন করব না। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা যেহেতু গ্রাম, পাড়া-মহল্লা, থানা, জেলাসহ সব পর্যায়ে পালন করা হবে, সেহেতু সেখানে নেতাকর্মীরা বক্তব্য দিতে পারবেন, কিন্তু ভোট চাইতে পারবেন না। এমপিরাও নন। জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে তার স্নেহধন্য এই প্রবীণ নেতা বলেন, বঙ্গবন্ধুর মতো বিচক্ষণ নেতা দেশে বিরল। দেশের মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য জীবনের মূল্যবান ১৩টি বছর তিনি কারাগারে কাটিয়েছেন। দেশ স্বাধীন করার পর ৩ বছর ৭ মাসেই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অনেক রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ করেছিলেন। দেশ স্বাভাবিক হয়েছিল। কিন্তু কুচক্রী মহল তাঁকে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দুইটা স্বপ্ন ছিল- এক দেশ স্বাধীন করা এবং অন্যটি দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সুন্দর সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন। আজ তাঁর অনুপস্থিতিতে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। আমাদের সবার উচিত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার সুযোগ দেয়া। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি এ্যাডভোকেট তারানা হালিম, সিনিয়র সহ-সভাপতি ড. এনামুল হক, চিত্রনায়ক রিয়াজ, জনপ্রিয় কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী প্রমুখ।
×