ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ১১ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:১৫, ১৩ জানুয়ারি ২০২০

 যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ১১ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ ভয়াবহ তুষারপাত, হিমশীতল বৃষ্টি এবং শিলা নিয়ে হাজির হওয়া শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এক হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে এবং লাখো মানুষ বিদ্যুতবিহীন হয়ে পড়েছে। খবর ইয়াহু নিউজের। টেক্সাস থেকে দক্ষিণ-পূর্বাঞ্চল এবং মাইনের গ্রেট লেকস হয়ে আসা এ ঝড়ের কারণে শনিবার টেক্সাস থেকে মিশিগান পর্যন্ত ঘূর্ণিঝড় গতির বাতাসের ঝাপটা, গলফ বল আকৃতির শিলা এবং পাঁচ থেকে ১৩ সেন্টিমিটার তুষারপাত ঘটিয়েছে বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে। রবিবার ইলিনয়, মিশিগান, নিউইয়র্কের উত্তরে এবং নিউ ইংল্যান্ডে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত দক্ষিণ এবং উত্তরপূর্ব এলাকার রাস্তাঘাট ও মহাসড়ক দেড় সেন্টিমিটারেরও বেশি বরফে ঢাকা পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
×