ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে যারা মানেন না

ওদের রাজনীতি করার অধিকার নেই ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ১১:১৩, ১৩ জানুয়ারি ২০২০

  ওদের রাজনীতি করার অধিকার নেই ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা এখনও বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। তিনি বলেন, বঙ্গবন্ধুকে যতদিন তারা না মানবে, ততদিন তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এটাই আমাদের সবার শপথ হওয়া উচিত। রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাড়ে তিন বছরে বাংলাদেশের যতটুকু পুনর্গঠন সম্ভব বঙ্গবন্ধু সেটা করে দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষকে বঙ্গবন্ধু হৃদয়ে স্থান দিয়েছিলেন, সেই বাংলাদেশেই কিছু কুচক্রী তাকে হত্যা করেছে। পাকিস্তানীরা যেটা পারেনি, ওই কুচক্রীমহল সেটা করেছে। বঙ্গবন্ধুর কন্যা না থাকলে আজ হয়তো বঙ্গবন্ধু হত্যার বিচারও আমরা পেতাম না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর কাছে আমাদের অনেক ঋণ আছে। এখন সময় এসেছে সেই ঋণ শুধরানোর। আমরা যে তাকে হৃদয়ে স্থান দিয়েছি সেটা প্রমাণ করার সময় এসেছে। আর এটা প্রমাণের একটাই পথ- বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করা। সাড়ে সাত থেকে সতেরো কোটি মানুষের মুখে হাসি ফোটানো। আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। এজন্য তাঁর কন্যাকে সহায়তা করতে হবে। মন্ত্রী বলেন, সোনার বাংলার স্বপ্নপূরণ করলেই বঙ্গবন্ধুর ঋণ শোধ হবে, তাঁকে হত্যার কলঙ্ক মোচন হবে। বঙ্গবন্ধু হত্যাকান্ডের আমরা বিচার পেয়েছি। কিন্তু আমাদের কলঙ্ক মোচন হয়নি। যতদিন পর্যন্ত সোনার বাংলা গড়া না যাবে, ততদিন কলঙ্ক মোচন হবে না। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পিএসসির সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি ড. এনামুল হক, জোটের কেন্দ্রীয় নেতা ইন্দ্রমোহন রাজবংশী, অভিনেতা মাসুম আজিজ, চিত্রনায়ক রিয়াজ ও কণ্ঠশিল্পী শুভ্র দেব প্রমুখ বক্তব্য রাখেন।
×