ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোট নিরপেক্ষ হবে নির্বাচিতরা তাদের দায়িত্ব পালনের সব সুযোগ পাবে ॥ গণপূর্তমন্ত্রী

প্রকাশিত: ১১:১০, ১৩ জানুয়ারি ২০২০

 ভোট নিরপেক্ষ হবে নির্বাচিতরা তাদের দায়িত্ব পালনের সব সুযোগ  পাবে ॥ গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, গোটা জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায় বাঙালী জাতির ইতিহাসে এক মহামানবকে পাওয়া। সেই মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের নয়, সর্বকালের বাঙালী জাতির ইতিহাসের যতটুকু খোঁজ পাওয়া যায় তার মতো মহামানবের জন্ম আর হয়নি। এজন্যই তাকে আমরা বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। কেউ কেউ ভুল করে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তখন আমরা প্রশ্ন তুলি, তাহলে এক হাজার বছর আগে আরও কেউ ছিল কিনা? এটাই চূড়ান্ত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের পরিষ্কার কথা, নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে যারা নির্বাচিত হবেন, রাষ্ট্র তাদের দায়িত্ব পালনের সব সুযোগ দেবে। রবিবার সকালে সুপ্রীমকোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উত্তোলন করে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু প্রসঙ্গে তিনি আরও বলেন, টুঙ্গিপাড়ার অজপাড়াগাঁয়ে বাগিয়ার খালের পাশে ছোট্ট একটি পরিবারে যার জন্ম হয়েছিল সেখানে তিনি ধীরে ধীরে খোকা মিয়া থেকে শেখ মুজিব, শেখ সাহেব, বঙ্গবন্ধু, জাতির পিতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও একটা পর্যায়ে তিনি বিশ্বের নির্যাতিত, নিষ্পেষিত মানুষের নেতায় পরিণত হন। বাঙালীত্ব যতদিন থাকবে, বাঙালীর স্বকীয়তা যতদিন থাকবে ততদিন বাঙালীর হৃদয়ে বঙ্গবন্ধু চিরভাস্বর হয়ে থাকবেন। ইতিহাস তুলে ধরে মন্ত্রী যোগ করেন, একাত্তরে যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি তারাই কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরদিন বাংলাদেশকে স্বীকৃতি দিল। এই ব্যক্তিরাই কিন্তু একাত্তর ও পঁচাত্তর পরবর্তীকালে একই ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তারাই কিন্তু পাকিস্তানের অবয়বে বাংলাদেশকে ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছিল। তারাই বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না বলে ইনডেমনিটি অর্ডিনেন্স ও পরে তা আইন করেছিল। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী যে অদম্য ইচ্ছা ও সাহস দেখিয়েছেন, এটা বিশ্বের ইতিহাসে বিস্ময়। নিজ দলের নেতাকর্মীদের দল থেকে বের করে দিয়ে দুদকের মুখোমুখি করা। উপমহাদেশের ইতিহাসে ক্ষমতাসীন দলের এ ধরনের রেকর্ড নেই, যা শেখ হাসিনা দেখিয়েছেন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পরিষ্কার কথা, নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে যারা নির্বাচিত হবেন, রাষ্ট্র তাদের দায়িত্ব পালনের সব সুযোগ দেবে। কুমিল্লা, রংপুর ও সিলেট সিটি নির্বাচনে দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আওয়ামী লীগ সেখানে নির্বাচনে হস্তক্ষেপ করেনি। ল রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজুর সঞ্চালনা ও সভাপতি ওয়াকিল আহমেদ হিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
×