ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২১ সালের মধ্যে ১৬ কোটি মানুষের হাতে নেট সেবা ॥ জয়

প্রকাশিত: ১১:০৯, ১৩ জানুয়ারি ২০২০

  ২১ সালের মধ্যে ১৬ কোটি মানুষের হাতে নেট সেবা ॥ জয়

স্টাফ রিপোর্টার ॥ দেশের ১৪৬ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চগতির ফ্রি ওয়াই-ফাই জোন সংযোগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, গত এক দশকে দেশের ১০ কোটির বেশি মানুষের হাতে ইন্টারনেট পৌঁছে দেয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশের ১৬ কোটি মানুষের হাতে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া হবে। রবিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষ থেকে তিনি ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ নূর-উর-রহমানসহ মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, ডিজিটাল বাংলাদেশে সবারই দাবি, সব জায়গায় ওয়াই-ফাই জোন করে দেয়ার। বিশেষ করে ছাত্রছাত্রীদের, সেই কারণেই আমরা এই প্রকল্প হাতে নিয়েছিলাম। ডিজিটাল বাংলাদেশের যাত্রা যখন আরম্ভ করি তখন অনলাইন তো দূরের কথা ইন্টারনেট কানেকশনেরই অভাব ছিল। মাত্র ১ দশমিক ৩ শতাংশ মানুষ ইন্টারনেট এ্যাকসেস পেত, এখন সেটা প্রায় ৬০ শতাংশে চলে এসেছে। গত ১০ বছরে ১০ কোটির বেশি মানুষকে অনলাইনে এনেছি। আমাদের তরুণদের যে দাবি, সব জায়গায় তাদের ওয়াই-ফাই করে দেয়া, সেটা কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে। এই প্রকল্প হলো সেটারই অংশ যে, সরকারী সব বিশ্ববিদ্যালয়ে আমাদের টেলিযোগাযোগ বিভাগ ছাত্রছাত্রীদের জন্য ওয়াই-ফাই জোন করে দিচ্ছে। এই কাজ চলমান থাকবে। সারাদেশেই আমরা ইন্টারনেট আনছি, ইউনিয়ন পর্যন্ত আমরা ফাইবার নিয়ে যাচ্ছি। সারাদেশের ৫৮৭ সরকারী কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ট্রেনিং ইনস্টিটিউটগুলো খুব শীঘ্রই উচ্চগতির বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধার আওতায় আনা হবে। প্রথম ধাপে ১৪৬ শিক্ষা প্রতিষ্ঠানে সংযোগ স্থাপন করা হলো। উল্লেখ্য, ২০১৮ সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ বিটিসিএল ‘ইনস্টলেশন অব অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক এ্যাট গবর্নমেন্ট কলেজ, ইউনিভার্সিটি এ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউট’ শীর্ষক এই প্রকল্পটি হাতে নেয়। প্রকল্পের আওতায় ৫৮৭ প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিভাগে ১৪৩, ময়মনসিংহ বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ১০৭, বরিশাল বিভাগে ৪৫, খুলনা বিভাগে ৮৩, রাজশাহী বিভাগে ৮৫, রংপুর বিভাগে ৫৬ ও সিলেট বিভাগের ৩৩ প্রতিষ্ঠান রয়েছে। প্রকল্পটি ৪৪ কোটি ৯৮ লাখ টাকায় বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প পরিচালক মোঃ আমিনুর রহমান জানান, প্রকল্পটির কাজ শেষ করতে এ বছরের জুন মাস লেগে যাবে। শিক্ষার্থীরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে ব্রডব্যান্ড (উচ্চগতি) ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
×