ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গতবছর দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর

প্রকাশিত: ১০:৩৬, ১৩ জানুয়ারি ২০২০

গতবছর দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি দর কমে ইনটেক লিমিটেডের। ওই বছরে কোম্পানিটির শেয়ার দর কমে ৭৬.৩৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ইনটেক ২০১৯ সালে ৫৬.২০ টাকা নিয়ে যাত্রা শুরু করে। যা বছর শেষে দাঁড়ায় ১৩.৩০ টাকায়। এ হিসাবে এক বছরে শেয়ারটির দর কমে ৪২.৯০ টাকা বা ৭৬.৩৩ শতাংশ। গতবছরে দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার দর কমে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি)। এ কোম্পানিটির শেয়ার দর ৩৫৪১.৭০ টাকা থেকে ৭২.৬১ শতাংশ কমে আসে ৯৬৯.৯০ টাকায়। আর তৃতীয় সর্বোচ্চ দর কমা স্টাইলক্রাফটের ৮৮৭.৪০ টাকার শেয়ার নামে ২৬১.৮০ টাকায়। অর্থাৎ শেয়ার দর কমে ৭০.৫০ শতাংশ। গতবছর দর পতনে শীর্ষ ১০-এ থাকা বাকি কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৬৭.১৮ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৬৫.৪০ শতাংশ দর কমে।
×