ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ০৯:৫২, ১৩ জানুয়ারি ২০২০

মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার ॥ মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ দলের এমেচার গলফার মোঃ সম্রাট শিকদার পুরুষ একক-এর শিরোপা জয় করেন। শেষ রাউন্ডে পারের চেয়ে ২ স্ট্রোক বেশি খেললেও আগের তিন রাউন্ডে ভাল খেলার সুবাদে তিনি এ শিরোপা নিশ্চিত করতে সক্ষম হন। অপর গলফার মোহাম্মদ ফরহাদ পারের চেয়ে ৪ স্ট্রোক বেশি খেলে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শাহাবউদ্দিন পারের চেয়ে ৪ স্ট্রোক বেশি খেলেছেন। মোহাম্মদ ফরহাদ ও সৈনিক শাহাবউদ্দিনের স্ট্রোক সমান হলেও পশ্চাৎ গণনার ভিত্তিতে ফলাফল নির্ধারণ করে রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী ঘোষণা করা হয়েছে। মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাসিমা আক্তার ও সৈনিক জাকিয়া সুলতানার সমন্বয়ে গঠিত বাংলাদেশ ‘এ’ দল শিরোপা অর্জন করে। পারের চেয়ে ১৩ স্ট্রোক বেশি খেলে ৩০১ গ্রস স্কোর নিয়ে তারা এই শিরোপা নিশ্চিত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার এবং সৈনিক রিংকি আক্তারের সমন্বয়ে গঠিত ‘বি’ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। তাদের দুই রাউন্ডের সর্বমোট গ্রস স্কোর ৩১৮ যা পারের চেয়ে ৩০ স্ট্রোক বেশি। মহিলা এককে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার পারের চেয়ে ৪ স্ট্রোক বেশি খেলে ১৪৮ স্কোর নিয়ে প্রথম স্থান অধিকার করেন। নাসিমা আক্তার পারের চেয়ে ৫ স্ট্রোক বেশি খেলে ১৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। আরেক বাংলাদেশী মহিলা গলফার সৈনিক জাকিয়া সুলতানা পারের চেয়ে ৮ স্ট্রোক বেশি খেলে তৃতীয় স্থান অধিকার করেন।
×