ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিসবেনে চ্যাম্পিয়ন পিসকোভা

প্রকাশিত: ০৯:৫২, ১৩ জানুয়ারি ২০২০

 ব্রিসবেনে চ্যাম্পিয়ন পিসকোভা

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ব্রিসবেনের শিরোপা জিতলেন ক্যারোলিনা পিসকোভা। পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়েই নতুন বছরের প্রথম ট্রফি জয়ের স্বাদ পেলেন চেক প্রজাতন্ত্রের এই তারকা খেলোয়াড়। রবিবার টুর্নামেন্টের ফাইনালে তিনি ৬-৪, ৪-৬ এবং ৭-৫ সেটে পরাজিত করেন ম্যাডিসন কেইসকে। সেই সঙ্গে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের তৃতীয় শিরোপা নিজের শোকেসে তুললেন পিসকোভা। এটা তার ক্যারিয়ারের ১৬তম ডব্লিউটিএ ট্রফি। ব্রিসবেনে গত কয়েক বছর ধরেই দাপট দেখাচ্ছেন ক্যারোলিনা পিসকোভা। শেষ তিন বছরের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন হন তিনি। যে কারণে এবারও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল তার। শুরুটাও করেন দুর্দান্ত। প্রথম ম্যাচে এজলা তোমলজানোভিচকে হারান তিনি। তিন সেটের লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়েই ব্রিসবেনের মিশন শুরু করেন পিসকোভা। এরপর এ্যালিসন রিস্ক বাধা অতিক্রম করেন খুব সহজেই। সেমিফাইনালেও কঠিন পরীক্ষার সম্মুখীন হন তিনি। যেখানে তার প্রতিপক্ষ ছিলেন নাওমি ওসাকা। জাপানী তারকার কাছে প্রথম সেটেই হেরে যান চেক তারকা। কিন্তু পরের দুই সেটেই দোর্দ- প্রতাপে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা ক্যারোলিন পিসকোভা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পান ম্যাডিসন কেইসকে। এখানেও লড়াই চলে হাড্ডাহাড্ডি। প্রথম সেটে পিসকোভাকে হারিয়ে দেন কেইস। কিন্তু পরের দুই সেটেই জয় তুলে নেন পিসকোভা। যার ফলে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে টানা চার ম্যাচ জিতে বছরের প্রথম শিরোপা উঁচিয়ে ধরেন চেক তারকা। শেষ দুই ম্যাচে নাওমি ওসাকা এবং ম্যাডিসন কেইসের বিপক্ষে জয় পাওয়াটা ছিল খুব কষ্টসাধ্য ব্যাপার। তা স্বীকার করে নিয়েছেন পিসকোভাও। শিরোপা জিতে নতুন বছর শুরু। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসটা বেড়ে গেছে ক্যারোলিনা পিসকোভার।
×