ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিরমিনোর গোলে বিশ্বরেকর্ড লিভারপুলের

প্রকাশিত: ০৯:৫০, ১৩ জানুয়ারি ২০২০

 ফিরমিনোর গোলে বিশ্বরেকর্ড লিভারপুলের

স্পোর্টস রিপোর্টার ॥ অবিশ্বাস্য ধারাবাহিকতা ধরে রেখেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লীগে দীর্ঘ ৩০ বছর পর শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেছে দ্য রেডসরা। এ লক্ষ্যে আরেকটি বড় বাধা পেরিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। শনিবার রাতে লন্ডনে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়েছে সফরকারী লিভারপুল। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুলের জয়ের নায়ক ব্রাজিলিয়ান তারকা রবার্টো ফিরমিনো। তারকা এই ফরোয়ার্ডের গোলে দারুণ রেকর্ড গড়েছে ইউরোপিয়ান ও বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের পর ইপিএলে এখন পর্যন্ত লিভারপুল যত পয়েন্ট পেয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে এক মৌসুমে এই পর্যায়ে এসে কোন দলই এত পয়েন্ট নিজেদের ভা-ারে জমা করতে পারেনি। অর্থাৎ ইউরোপের শীর্ষ পাঁচ লীগে এমন নজির গড়তে পারেনি কোন দল। বর্তমানে ২১ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় অপ্রতিরোধ্যভাবে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬১। এক ম্যাচ বেশি খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিচেস্টার। রবিবার রাতের ম্যাচের আগে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ২২টি করে ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে চারে অবস্থান চেলসির। ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে লীগের ইতিহাসে সর্বোচ্চ চ্যাম্পিয়ন ম্যানইউ’র। ৩০ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আটে ও ২৮ পয়েন্ট নিয়ে বিশ দলের মধ্যে দশ নম্বরে আর্সেনাল। পরশু রাতের অন্যান্য ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে রেড ডেভিলসরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নরউইচ সিটিকে। খেলায় মার্কাশ রাশফোর্ড জোড়া গোল করে ম্যানইউ’র হয়ে নিজের ২০০তম ম্যাচ স্মরণীয় করে রেখেছেন। ম্যানইউ’র হয়ে বাকি গোল দু’টি করেন এ্যান্থোনিও মার্শিয়াল ও ম্যাসন গ্রিনউড। ম্যাচ শেষে ম্যানইউ কোচ ওলে গানার সোলসজায়ের বলেন, একটি ক্লাব হিসেবে আমরা নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এ জন্য আমাদের একত্রিত থাকতে হবে। আমরা একটি পরিবারের মতো। আমি যখন ম্যানইউ’র দায়িত্ব নিয়েছিলাম তখন থেকেই সকলের সহযোগিতা পেয়েছি। অন্যান্য ম্যাচে চেলসি ৩-০ গোলে হারিয়েছে বার্নলিকে। আর্সেনালকে ১-১ গোলে রুখে দিয়েছে স্বাগতিক ক্রিস্টাল প্যালেস। আর ঘরের মাঠে সাউদাম্পটনের কাছে ২-১ গোলে হেরেছে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। গত মৌসুম মিলিয়ে প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত ৩৮ ম্যাচে অপরাজিত লিভারপুল। গৌরবময় এই রেকর্ড গড়তে তারা পেছনে ফেলেছে ম্যানচেস্টার সিটিকে। দুই মৌসুম আগে এই পর্যায়ে ৫৯ পয়েন্ট ঝুলিতে ছিল ম্যানসিটির। ইউরোপের শীর্ষ পাঁচ লীগ বিবেচনায় এই পর্যায়ে থেকে এত পয়েন্ট অর্জন করতে পারেনি আর কোন ক্লাব। এমন রেকর্ড গড়ার দিনে ম্যাচ জেতাতে ভূমিকা রাখেন ফিরমিনো। ম্যাচের ৩৭ মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। হ্যারি কেন ইনজুরিতে থাকায় ফিনিশিংয়ে ভুগতে হয়েছে স্পার্সদের। না হলে গোলের সুযোগ ছিল তাদেরও। দ্বিতীয়ার্ধে সন হিউং মিন গোলের সুবর্ণ সুযোগটি নষ্ট করেন ক্রসবারের ওপর দিয়ে বল মেরে। বদলি নেমে আক্রমণের ধার বাড়ালেও গোল মিস করেন জিওভানি লো সেলসোও। টটেনহ্যামকে হারিয়ে দারুণ রেকর্ড গড়ার পরও নির্লিপ্ত লিভারপুল কোচ জার্গেন ক্লপ। তারকা এই কোচ ম্যাচ শেষে বলেন, আমরা জানি এটা বিশেষ কিছু। তবে কোন কিছু বুঝতে পারছি না।। ট্রফি পাওয়াটাই সব, তার আগ পর্যন্ত লড়াই করতে হবে। ধারাবাহিক থাকতে হবে, কারণ আমাদের প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী। এখানে ধারাবাহিকতা ধরে রাখা সবসময়ই কঠিন। আমাদের সবসময় নিজেদের প্রস্তুত রাখতে হয়। একটি ভাল শুরুর পরও অনেক সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে। ক্লপ আরও বলেন, আমরা তাদের (টটেনহ্যাম) বক্সে দারুণ ফুটবল খেলেছি। কিন্তু এই ধরনের ম্যাচে ৯০-৯৫ মিনিট সবাইকে প্রস্তুত থাকতে হয়। আমরাও তাই ছিলাম। তবে আরও ভাল করার ক্ষমতা আমাদের আছে।
×