ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় চুক্তিতে নেই মাশরাফি ও সাকিব

পাকিস্তান সফর নিয়ে আগের অবস্থানেই বিসিবি

প্রকাশিত: ০৯:৪৯, ১৩ জানুয়ারি ২০২০

 পাকিস্তান সফর নিয়ে আগের অবস্থানেই বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান সফর নিয়ে আগের অবস্থানেই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে যত অল্প সময়ে টি২০ সিরিজ খেলা যায়, তা খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাঠাতে চায় বিসিবি। এরপর কোন একসময় টেস্ট সিরিজ খেলতে দল পাঠাতে চায়। রবিবার বিসিবি’র পরিচালনা পর্ষদের সভা শেষে এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, ‘এখন যে মধ্যপ্রাচ্যের অবস্থা, তাতে টি২০ সিরিজ খেলে পরে টেস্ট সিরিজ খেলতে যেতে পারব আমরা। যত দ্রুত সিরিজ শেষ করা যায়, সেই চেষ্টাই করা হবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন ভাল নয়। তাই যত তাড়াতাড়ি টি২০ সিরিজ খেলা যায়। সরকার থেকে আমাদের নিরাপত্তা উপদেশ এমনই দেয়া হয়েছে। আগে অবস্থা ভাল ছিল, তাই আলোচনাও হয়েছে। কিন্তু এখন অবস্থা খারাপ। তাই টি২০ সিরিজ খেলা যাবে আগে।’ বিসিবি আগের অবস্থানেই আছে। শুরুতে যেমন টি২০ সিরিজের কথা বলেছিল, এখনও তাই বলছে। এখন পাকিস্তান তা রাজি হলেই হয়। নাহলে সিরিজই আপাতত ভেস্তে যাবে। সভা শেষে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়েও বিসিবি সভাপতি জানান। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান চুক্তি থেকে বাদ পড়েছেন। মাশরাফি নিজেই চুক্তিতে থাকতে চান না। তাই নেই। আর সাকিব ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকায় চুক্তিতে নেই। এর সঙ্গে টেস্ট ক্রিকেটে ক্রিকেটারদের ম্যাচ ফি ২ লাখ টাকা বাড়িয়ে ৬ লাখ করা হয়েছে। টি২০তে ২ লাখ ও ওয়ানডেতে ৩ লাখ টাকা ম্যাচ ফি করা হয়েছে।
×