ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন বছর পর সেরেনার প্রথম শিরোপা

প্রকাশিত: ০৯:৪৭, ১৩ জানুয়ারি ২০২০

  তিন বছর পর সেরেনার প্রথম শিরোপা

জিএম মোস্তফা ॥ নতুন মৌসুমের শুরুতেই দুর্বার সেরেনা উইলিয়ামস। ২০২০ সালের প্রথম টুর্নামেন্ট অকল্যান্ড ক্ল্যাসিকে অসাধারণ পারফর্ম করেছেন তিনি। নিউজিল্যান্ডের এই টুর্নামেন্টে শুরু থেকেই চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিয়ে শিরোপা জয়ের হাসিও হেসেছেন সেরেনা। রবিবার ফাইনালে আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি ৬-৩ এবং ৬-৪ সেটে পরাজিত করেন স্বদেশী জেসিকা পেগুলাকে। সেই সঙ্গে নতুন বছরের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। দীর্ঘ তিন বছর পর এটাই সেরেনার প্রথম শিরোপা। শুধু তাই নয় মা হওয়ার পরও প্রথম কোন শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। ৩৮ বছর বয়সী সেরেনা উইলিয়ামসের এটা ৭৩তম ডব্লিউটিএ শিরোপা। এর আগে ২০১৭ সালে সর্বশেষ মহিলা এককের কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা উইলিয়ামস। সেবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে ওপেনযুগে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডও গড়েছিলেন তিনি। সেই সময় ৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা থেকে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে গোটা টেনিস দুনিয়াকেই বাজিমাত করেছিলেন সেরেনা উইলিয়ামস। সন্তান জন্মের পর গত মৌসুমে আবারও টেনিস কোর্টে ফেরেন সেরেনা উইলিয়ামস। কিন্তু শিরোপার দেখা পাননি এই সময়। তবে দাপুটে পারফর্মেন্স করেছেন তিনি। গ্র্যান্ডস্লাম জয়েরও খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন সেরেনা। কিন্তু তীরে এসে তরী ডুবেছে তার। তথাপি হাল ছাড়েননি চার দশক ধরে ডব্লিউটিএ ট্যুরে প্রতিনিধিত্ব করা সেরেনা উইলিয়ামস। নতুন মৌসুমেই দেখা যায় সেরেনার নতুন উদ্যম। অকল্যান্ড ক্ল্যাসিকের শুরু থেকেই দাপুটে পারফর্ম করেন তিনি। একক এবং ডাবলসেও ফাইনালে জায়গা করে নেন সেরেনা উইলিয়ামস। দ্বৈতে হেরে গেলেও মহিলা এককে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হন বিশ্ব টেনিসের সাবেক নাম্বার ওয়ান তারকা। টানা পাঁচ ম্যাচ জয়ের পর অকল্যান্ডের চ্যাম্পিয়ন হলেন তিনি। দীর্ঘ তিন বছর পর শিরোপা জয়ের স্বাদ পেয়ে দারুণ রোমাঞ্চিত সেরেনা। অকল্যান্ডের কোর্টে এদিন মেয়েকে নিয়েই শিরোপা উচ্ছ্বাস করেছেন আমেরিকান তারকা। নিউজিল্যান্ডের এই টুর্নামেন্টে এবার দাপট দেখিয়েছে আমেরিকার খেলোয়াড়রা। কেবল সেরেনা উইলিয়ামসই খেলেছেন তার তিন স্বদেশী প্রতিপক্ষের বিপক্ষে। শেষ ষোলোতে ক্রিস্টিনা ম্যাকহেলকে হারান তিনি। সেমিফাইনালে মুখোমুখি হন এ্যামান্ডা এ্যানিসিমোভার। ফাইনালেও সেই দুই আমেরিকান তারকার দ্বৈরথ। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়েও জেসিকা পেগুলাকে পাত্তা দেননি সেরেনা উইলিয়ামস। সরাসরি সেটে জিতেই অকল্যান্ডের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। অকল্যান্ড ক্ল্যাসিক থেকে যে পরিমাণ অর্থ পাবেন তা অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য দান করে দেয়ার ঘোষণা আরও আগেই দিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। এটা করতে পেরে দারুণ খুশি তিনি। শিরোপা জয়ের পর সেরেনা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সেরেনা বলেন, ‘দীর্ঘ সময় ধরেই টেনিস খেলছি আমি। এ রকম কাজ করতে পারলে খুব ভাল লাগে আমার। আরও আগে বহুবার করেছি। এবারও ভাল লাগার কাজটা করতে পেরে আমি খুব খুশি। সে জন্য নিজেকে বেশ সৌভাগ্যবান মনে করছি। এখনও সুস্থ থেকে এই টুর্নামেন্টে খেলতে পেরে আমি খুব খুশি।’ সেরেনা উইলিয়ামসের সুযোগ ছিল দ্বৈতেও চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু দুর্ভাগ্য তার। একদিনে দুই শিরোপা জয়ের রেকর্ডটা হলো না আমেরিকান তারকার। দীর্ঘদিন পর দ্বৈতে জুটি বেঁধে খেলছিলেন ক্যারোলিন ওজনিয়াকির সঙ্গে। অসাধারণ খেলে ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন দুই বান্ধবী। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে পেরে উঠতে পারেননি তারা। রবিবার অবাছাই আসিয়া মুহাম্মদ এবং টেইলর টাউনসেন্ডের কাছে হেরে যান তিনি। এদিন তারা ৬-৪ এবং ৬-৪ সেটে পরাজিত করেন সাবেক দুই শীর্ষ তারকাকে। আগামী সপ্তাহে শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। মূলত তারই প্রস্তুতিমঞ্চ হিসেবে বিবেচিত অকল্যান্ড ক্ল্যাসিক।
×