ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোচিং সেন্টার খোলা রাখার আবদার!

প্রকাশিত: ০৯:৪২, ১৩ জানুয়ারি ২০২০

 কোচিং সেন্টার খোলা রাখার আবদার!

স্টাফ রিপোর্টার ॥ পাবলিক ও ভর্তি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ করে প্রশ্নফাঁস বন্ধে সরকার সফল হলেও পদক্ষেপকে গ্রহণযোগ্য মনে করছেন না এর মালিকরা। তারা পরীক্ষার সময় কোচিং খোলা রাখার আবদার তুলেছেন। কোচিং মালিকদের সংগঠন এ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশের (এ্যাসেব) ব্যানারে রবিবার সংবাদ সম্মেলনে পরীক্ষার সময় কোচিং খোলা রাখার দাবি করে আহ্বায়ক মোঃ ইমাদুল হক বলেছেন, ‘ছায়া শিক্ষা প্রতিষ্ঠান’ বন্ধ রাখার সঙ্গে প্রশ্নফাঁস হওয়া সম্পর্কযুক্ত নয়। ফলে আমরা বলতেই পারি প্রশ্নফাঁসের জন্য আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার কোন যৌক্তিকতা নেই।
×