ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওমানের সুলতানের মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

প্রকাশিত: ০৯:৪২, ১৩ জানুয়ারি ২০২০

 ওমানের সুলতানের  মৃত্যুতে আজ  বাংলাদেশে  রাষ্ট্রীয় শোক

জনকণ্ঠ ডেস্ক ॥ ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। রবিবার দেয়া এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। খবর বাংলানিউজের। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দেশের সরকারী প্রতিষ্ঠান এবং দেশের বাইরের বাংলাদেশী সব মিশনকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে ক্যান্সারসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার মারা যান সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। ১৯৭০ সালে এক অভ্যুত্থানে বাবা সাইদ বিন তৈমুরকে উৎখাত করে ওমানের ক্ষমতা নেন কাবুস বিন সাইদ। তিনি আরব বিশ্বের দীর্ঘতম শাসক ছিলেন। তার শাসনামলেই ওমান উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। এরপর শনিবার সুলতান কাবুসের চাচাত ভাই হাইসাম বিন তারিক আল-সাঈদকে ওমানের নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয়েছে।
×