ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গারো কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

প্রকাশিত: ০৯:৪০, ১৩ জানুয়ারি ২০২০

 গারো কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাটারা এলাকায় ১২ বছর বয়সী গারো কিশোরীকে ধর্ষণের ঘটনায় রাসেল মিয়া (১৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীররাতে র‌্যাব-৩ একটি দল কুমিল্লা থেকে তাকে আটক করে। র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, রাতেই তাকে ঢাকায় এনে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, গত বৃহস্পতিবার ভাটারায় আলোচিত গারো কিশোরী ধর্ষণ মামলার আসামি রাসেল। ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান জানান, নির্যাতিত কিশোরীর বড় বোনের দায়ের করা মামলায় মোট চার আসামি থাকলেও শুধু রাসেলেরই নাম উল্লেখ করা ছিল। শিশুটির বর্ণনা অনুযায়ী তার মা আমাদের বলেছেন, চারজন ১৫/১৬ বছরের ছেলে এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। রাসেলকে রিমান্ডে নিয়ে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পরিবারের সঙ্গে ভাটারা এলাকাতেই থাকে ধর্ষণের শিকার ওই কিশোরী। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাসার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ওই কিশোরীকে রাতভর গণধর্ষণ করা হয়েছে। পরে গারো কিশোরীকে ধর্ষণের পর প্রচন্ড শীতের মধ্যে অজ্ঞান অবস্থায় নরপিশাচরা রাস্তার ধারে ফেলে যায় শুক্রবার ভোরে। পরিবারের লোকজন এবং স্থানীয় জনতা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে প্রাণে বেঁচে যায় কিশোরী। কিশোরী গত তিনদিন ধরে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। এখনও পর্যন্ত ওই কিশোরী স্বাভাবিক হতে পারেনি। রবিবার তার ডিএনএ টেস্ট করার আলামত সংগ্রহ করা হয়েছে। মামলার অভিযোগ বলা হয়েছে, ওই কিশোরী পরিবারের সঙ্গে ভাটারা এলাকায় বসবাস করে। পারিবারিক কাজে বাসার বাইরে যায়। কাজ শেষে বাড়ি ফেরার সময় রাত ১০টার দিকে সে নিখোঁজ হয়।
×