ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ডাকসু

প্রকাশিত: ০৯:৩৮, ১৩ জানুয়ারি ২০২০

  সিটি নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ডাকসু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্র্বাচন কমিশন। কিন্তু সেদিন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার দিন হওয়ায় নির্র্বাচনের তারিখ পুনঃনির্ধারণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। রবিবার বেলা সাড়ে ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ। মানবনন্ধনে সংহতি প্রকাশ করেছেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলোত্তমা সিকদার, জগন্নাথ হল ছাত্র সংসদ সহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ। মানবন্ধনে সংহতি প্রকাশ করে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে অবশ্যই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্র্র্র্র্র্র্র্পোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে। কেন নির্বাচন কমিশন বারবার এ ভুল করে তার জবাবদিহিতা করতে হবে। নির্বাচন কমিশন, আপনি কি সাংবিধানিক শপথের কথা ভুলে গেলেন? পূজার দিনে নির্বাচন দিয়ে যে অপমান করা হয়েছে, অসাম্প্রদায়িক অনুভূতির প্রতি আঘাত দেয়া হয়েছে তার জবাবদিহিতা করতে হবে। ঢাবি জগন্নাথ হল ছাত্র সংসদের চিঠি একই কারণে নির্বাচন কমিশনকে নির্বাচন পেঁছানোর আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জগন্নাথ হল ছাত্র সংসদ। রবিবার দুপুরে হল সংসদের সহসভাপতি কাজল বিশ্বাস ও সাধারণ সম্পাদক কাজল দাস স্বাক্ষরিত চিঠিতে এ আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
×