ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এই সময়ে অভিনয়শিল্পী রিপন

প্রকাশিত: ০৯:০১, ১৩ জানুয়ারি ২০২০

 এই সময়ে অভিনয়শিল্পী রিপন

সংস্কৃতি ডেস্ক ॥ বর্তমান সময়ের মঞ্চ ও টিভি নাটকের অন্যতম প্রতিভাবান তরুণ অভিনয়শিল্পী এস এম রায়হান রিপন। ইতোমধ্যে মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করে দর্শকদের কাছে বেশ পরিচিতি পেয়েছেন রিপন। ছোট বেলা থেকেই অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। স্বপ্নপূরণের লক্ষ্যে রিপন ২০০৩ সালে উত্তরা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্যদল ‘নাট্যভূমি’র সদস্য হিসেবে যুক্ত আছেন। এ দলের বেশিরভাগ প্রযোজনায় নিয়মিত অভিনয় করে থাকেন। রিপন ২০১৩ সাল থেকে নাট্যভূমি প্রতিষ্ঠাতা ও দলপ্রধান শাহজাহান শোভনের কাছে অভিনয় প্রশিণ নিচ্ছেন। তার অভিনীত শাহজাহান শোভন নির্দেশিত ও নাট্যভূমি পরিবেশিত নাটকগুলোর মধ্যে ‘রাজাবলি’, ‘শিল্পী’, ‘মধ্যানুষ’, ‘বুদ্ধির ঢেঁকি’, ‘মড়া’, ‘কালান্তর’, ‘কানার হাটবাজার’, ‘অতঃপর মুলতবি’ প্রভৃতি মঞ্চ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এছাড়া ইতোমধ্যে সোহেল রানা ইমনের পরিচালনায় ‘মিয়ার বেটা’, ‘মিজানের বডিগার্ড’, মিলন ভট্টাচার্য পরিচালিত ‘কামচোর’, হামিদ হোসেন নোমান পরিচালিত ‘ইন্ডিসিপপ্লিন’ প্রভৃতি টিভি নাটকে অভিনয় করে নিজের অভিনয় মেধার পরিচয় দিয়েছেন। তবে রিপন মঞ্চ নাটকেই নিয়মিত অভিনয় করে যেতে চান। একজন দক্ষ অভিনয়শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষে কবিতা আবৃত্তি, সঙ্গীত এমনকি নৃত্যেও প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়া রায়হান রিপন মঞ্চে নিয়মিত মূকাভিনয় প্রর্দশনী করেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীসহ বিভিন্ন সংগঠন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাট্যভূমি পরিবেশনা হিসেবে মূকাভিনয় প্রর্দশন করেন। ‘সচেতন হও বন্ধু’, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ’, ‘বিপদে ধর্যের পরিচয়’ প্রভৃতি মূকাভিনয় প্রযোজনায় অংশ নিয়েছেন। তিনি অভিনয় বিষয়ক প্রশিণ নেয়ার জন্য ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন। ৩ ভাই ৪ বোনের মধ্যে সবার ছোট রিপন। রিপনের বাবা মোঃ ইয়াছিন আলী (প্রয়াত), মাতা ছফুরা বেগম। ভবিষ্যতে একজন দক্ষ অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে সবধরনের অনুশীলন ও চর্চা চালিয়ে যাচ্ছে রিপন। তিনি মেধা, নিষ্ঠা এবং একাগ্র সাধনার মাধ্যমে পৌঁছে যাবেন তার কাক্ষিত লক্ষ্যে। অভিনয়শিল্পী এস এম রায়হান রিপনের জন্য অনেক অনেক শুভ কামনা।
×