ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফির হাতে দেয়া হয়েছে ১৪ সেলাই

প্রকাশিত: ০১:২৮, ১২ জানুয়ারি ২০২০

মাশরাফির হাতে দেয়া হয়েছে ১৪ সেলাই

অনলাইন ডেস্ক ॥ আরও একবার চোটের থাবায় মাঠ ছাড়তে হলো মাশরাফি বিন মুর্তজাকে। বিপিএলের ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে আঘাত পেয়েছেন ঢাকা প্লাটুন অধিনায়ক। তার বাম হাতে পড়েছে ১৪টি সেলাই। বঙ্গবন্ধু বিপিএলে শনিবার রাতে খুলনা টাইগার্সের রান তাড়ায় একাদশ ওভারের ঘটনা সেটি। মেহেদি হাসানের বলে ড্রাইভ করেছিলেন রাইলি রুশো। বল তীব্র গতিতে উড়ে যাচ্ছিল কাভার দিয়ে। মাশরাফি বাঁদিকে ঝাঁপিয়ে চেষ্টা করেছিলেন ক্যাচ নিতে। কিন্তু পারেননি হাতে জমাতে। বল তার হাতে ছোবল দিয়ে রেখে যায় ছাপ। মাঠে মাশরাফির তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছিল ব্যথার তীব্রতা। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তখনই। আর মাঠে ফিরতে পারেননি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ঢাকার প্রতিনিধি হয়ে আসা এনামুল হক জানান, অনেকটাই কেটে গেছে তাদের অধিনায়কের হাতের তালু। পরে ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান নিশ্চিত করেন, মাশরাফির হাতে সেলাই দিতে হয়েছে ১৪টি। এলিমিনেটর ম্যাচে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মখোমুখি হবে ঢাকা প্লাটুন। সেই ম্যাচে তো বটেই, বিপিএলের বাকিটায় মাশরাফির মাঠে নামা নিয়ে শঙ্কা থাকছে যথেষ্টই।
×