ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা ক্যাটের অপর প্রকৌশলীর লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার

প্রকাশিত: ১৩:১২, ১২ জানুয়ারি ২০২০

 বাংলা ক্যাটের অপর  প্রকৌশলীর লাশ বুড়িগঙ্গা  থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বাংলা ক্যাট কোম্পানির প্রকৌশলী লিখন সরকারের (৩৫) লাশ মুন্সীগঞ্জের চর সন্তোষপুর এলাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ-পুলিশ লাশ উদ্ধার করে। সদর থানার ওসি আনিচুর রহমান জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখন রাজবাড়ী জেলার রনজিৎ সরকারের ছেলে। তবে লাশে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। এর আগে শুক্রবার দুপুর ১টার দিকে প্রকৌশলী লিখন সরকারের সহকর্মী মেহেদী হাসান জিসানের (৩৫) লাশ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করে পুলিশ। জিসানের বাড়ি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার গোরহাঙ্গা গ্রামে। তার বাবার নাম মোখলেছুর রহমান। উল্লেখ্য দুই প্রকৌশলী বাংলা ক্যাট কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানির কাজে ৫ জানুয়ারি তারা দুইজন আশুলিয়া থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আসেন। সেদিন রাতে ট্রলারে করে বুড়িগঙ্গা নদী পার হতে গিয়ে নদীতে পড়ে তারা নিখোঁজ হন।
×