ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনে বাংলাদেশী শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১১:৫০, ১২ জানুয়ারি ২০২০

চীনে বাংলাদেশী শিক্ষার্থী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনের জিয়াংসু প্রদেশে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার নাম তুরাগ চৌধুরী রিক (২০)। গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। পিতা ঠিকাদার ব্যবসায়ী ফারুক চৌধুরী ও মা তানিয়া আক্তার তিথি। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে অটোবাইকে ছাত্রাবাসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তুরাগের সহপাঠীরা। তারা জানান, তুরাগ তিন বছর ধরে চীনের ‘চ্যাংঝু ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রি কলেজে’ হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরিও করতেন। ঘটনার দিন ভোর ৪টায় তিনি কাজ শেষে ছাত্রাবাসে ফিরছিলেন। -ওয়েবসাইট পৌনে দু’কেজি স্বর্ণ উদ্ধার স্টাফ রিপোর্টার ॥ দুই মণ স্বর্ণ জব্দ মামলার তদন্ত চলাকালীন ফের স্বর্ণ ধরা পড়েছে বাংলাদেশ বিমানের টয়লেটে। এবার উদ্ধার করা হয়েছে ১ কেজি ৮৬০ গ্রাম স্বর্ণ। এ স্বর্ণ কৌশলে লুকানো ছিল উড়োজাহাজের টয়লেটে। গোপন সংবাদে অভিযান চালিয়ে এ স্বর্ণের সন্ধান পায় ঢাকা কাস্টমস হাউস। শুক্রবার রাত ১০টার দিকে ব্যাংকক থেকে আসা বিজি ০৮৯ ফ্লাইটের টয়লেট থেকে জব্দ করা হয় স্বর্ণের বারগুলো। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলায়মান হোসেন সাইফ বলেন, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে অভিযান শুরু করি বিমানের ০৮৯ ফ্লাইটের প্লেনে। রাত ১০টার দিকে আমরা অভিযান শেষ করি। অভিযানে টয়লেটে পাওয়া যায় এসব স্বর্ণ। কাস্টমস আইনে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
×