ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইভিএম দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব ॥ জিএম কাদের

প্রকাশিত: ১১:৫০, ১২ জানুয়ারি ২০২০

ইভিএম দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ইভিএময়ে মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মত দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে রংপুরে সড়ক পথে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে। এছাড়াও যে কোন দুর্যোগ মোকাবেলা করা সরকারের দায়িত্ব। এছাড়াও আমাদের এমপি মন্ত্রীরা নতুন নতুন জায়গা শীতবস্ত্র বিতরণ করছে। কয়েকদিনের মধ্যে এ অঞ্চলে আরও শীতবস্ত্র বিতরণ করার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। রংপুরে গিয়ে তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। এ সময় দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওমানের সুলতানের ইন্তেকালে প্রধানমন্ত্রীর শোক জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের ইন্তেকালে শনিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক শোক বার্তায় সুলতানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শুক্রবার সুলতান কাবুস ৭৯ বছর বয়সে মারা যান। তিনি আরব বিশ্বের শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দেশ শাসন করেছেন। -বাসস
×