ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের ক্ষণগণনা শুরু

প্রকাশিত: ১১:৪৯, ১২ জানুয়ারি ২০২০

বিএসএমএমইউতে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের ক্ষণগণনা শুরু

বিএসএমএমইউ’র বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং বি ব্লকের সামনে গোল চত্ব¡রে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিব শতবর্ষের ক্ষণগণনার কার্যক্রম (কাউন্টডাউন) হিসেবে মুজিব শতবর্ষের লোগোসহ ঘড়ি উদ্বোধন এবং গোল চত্ব¡রের পাশে আনন্দ সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব শতবর্ষের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয়েছে এবং আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। এছাড়াও জাতীয় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফেসবুকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এদিন বিকেল ৫টা ১৮ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ক্ষণগণনার কার্যক্রম উদ্বোধনের সঙ্গে অত্র বিশ্ববিদ্যালয়ের গোল চত্ব¡রে ক্ষণগণনার ঘড়ি চালু করা হয়। এরপর সন্ধ্যা ৬টায় বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, অফিস প্রধানগণ, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স-ব্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি
×