ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছাই দিয়ে ধরার ঘোষণা ডিএমপি কমিশনারের

প্রকাশিত: ১১:৪৮, ১২ জানুয়ারি ২০২০

দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছাই দিয়ে ধরার ঘোষণা ডিএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছাই দিয়ে ধরার ঘোষণা দিলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি অবৈধভাবে আয় করা টাকা নিয়ে কাউকে সুখে থাকতে দেয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) এর উদ্যোগে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এমন ঘোষণা দেন। তিনি আরও বলেন, আমরা যাকে ধরতে চাই, তাকে শক্ত করেই ধরতে চাই। প্রযুক্তি ব্যবহার করে কারও অবৈধ টাকার উৎস, টাকা কোথায় যাচ্ছে, কে টাকা তুলছে, সব খোঁজ-খবর নিচ্ছি। অবৈধভাবে কেউ টাকা উপার্জন করলে তাকে সেটা আমরা ব্যবহার করতে দেব না। আমরা তাদের বিনিয়োগ বন্ধ করব। প্রশিক্ষণ নিতে আসা দুদক কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করেন। আপনাদের যত বিপদ আসুক, আমরা আপনাদের পাশে থাকব। কর্মশালার শুরুতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম বলেন, সরকার সন্ত্রাস ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা আমাদের কর্মকাণ্ড দিয়ে সন্ত্রাসকে রুখে দিচ্ছি। ২০১৬ সালের হলি আর্টিজানে হামলার পর থেকে সন্ত্রাসীদের আর মাথা তুলে দাঁড়াতে দেইনি। একইভাবে দুদক দুর্নীতিবাজদের মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। আমরা যৌথভাবে কাজ করলে সরকারের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে। অনুষ্ঠানে দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ছাড়াও দুদক ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোকসেদ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম জমির উদ্দিন। গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জাতক বরাট গ্রামে। তিনি মোহাম্মদপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। নিহতের সহকর্মী আব্দুল কাদের জানান, তারা কৃষি মার্কেট আজিজ মহল্লা এলাকায় নির্মাণাধীন এক ভবনের সাত তলায় কাজ করছিলেন। পাঁচদিন ধরে ওই শ্রমিক তাদের সঙ্গে কাজ করছিলেন। তিনি জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুর ১টায় সাত তলায় কাজ করার সময় অসাবধান বশত মোকসেদ নিচে পড়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।
×