ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাল চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোট

প্রকাশিত: ১১:২২, ১২ জানুয়ারি ২০২০

কাল চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে উপ-নির্বাচনে প্রার্থীদের দুসপ্তাহেরও বেশি সময়ের নির্ঘুম প্রচার শেষ হয়েছে শনিবার। এখন শুধু ভোটের অপেক্ষা, ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে এ নির্বাচন। শনিবার অনুষ্ঠিত হয়েছে আসনটির প্রতিটি কেন্দ্রে মক ভোটিং। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা নির্বাচন অফিস। ৫৮ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং বিএনপির উভয় প্রার্থীই নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি পরাজয় নিশ্চিত হয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে আগেভাগেই বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছে। অপরদিকে, বিএনপি বলছে, নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষের বিজয় ঠেকিয়ে রাখা যাবে না। চান্দগাঁও-বোয়ালখালী আসনটি নগর ও মফস্বলের সমন্বয়ে গঠিত। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মক ভোটিং। আসনটির ১৭০ কেন্দ্রের সবকটিতেই ইভিএমে ভোট দানের ট্রায়াল দেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রে দুটি করে ইভিএম দেয়া হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত আগ্রহী অনেক ভোটার মক ভোটিংয়ে অংশ নেন। মূলত সচেতনতা সৃষ্টি এবং যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা বা কোন ধরনের ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সমাধানের প্রস্তুতি হিসাবে মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ৫৮ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য কেন্দ্রগুলোর দিকে অধিক নজর রাখা হবে। তবে সবকটি কেন্দ্রই গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে কমিশন। সেজন্য পুলিশ, এপিবিএন, র‌্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। চট্টগ্রাম-৮ উপ নির্বাচনে দুসপ্তাহের বেশি বিরামহীন প্রচার শেষ হয় শনিবার মধ্যরাতে।
×